IND VS NZ WTC21 Final: বিরাটের টিমের 'ক্যারাটে কিড'কে চেনেন? পরিচয় করালেন Virender Sehwag

রাহানের ছোটবেলার এক অদেখা ছবি শেয়ার করলেন প্রাক্তন ভারতীয় মারকুটে ওপেনার।

Updated By: Jun 6, 2021, 08:42 PM IST
IND VS NZ WTC21 Final: বিরাটের টিমের 'ক্যারাটে কিড'কে চেনেন? পরিচয় করালেন Virender Sehwag

নিজস্ব প্রতিবেদন: বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) যখন কোনও ক্রিকেটারের জন্মদিনে 'উইশ' করেন, তখন সেই শুভেচ্ছা বার্তা বাকি আর পাঁচজনের থেকে আলাদা হবে, সে কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। রবিবার অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ৩৩তম জন্মদিনেও ব্যতিক্রমী টুইট করলেন বীরু। 

রাহানের ছোটবেলার এক অদেখা ছবি শেয়ার করলেন প্রাক্তন ভারতীয় মারকুটে ওপেনার। রাহানেকে তাঁর ছোটবেলার ছবিতে ক্যারাটের পোশাকে দেখা যাচ্ছে। বীরু তাঁর টুইটে রাহানের ঐতিহাসিক অস্ট্রেলিয়া জয়ের প্রসঙ্গেই টেনে আনলেন। শেহওয়াগ লিখলেন, "এই ক্যারাটে কিডকে আপনি অস্ট্রেলিয়ায় দেখেছেন। ৩৬ রানে ভারত অলআউট হয়ে গিয়েছিল অ্যাডিলেড টেস্টে। সেখান থেকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে ভারতকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতিয়েছিল। আজীবন সেই জয় ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে থেকে যাবে। শুভ জন্মদিন অজিঙ্কা রাহানে।"

আরও পড়ুন: IND VS NZ WTC21 Final: ৩৩ এ পা দিলেন Ajinkya Rahane, ডেপুটিকে বিশেষ বার্তা দিলেন Virat Kohli

গত ডিসেম্বরে বর্ডার-গাভাস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ফের তাদের হারিয়ে এসেছিল ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই কোহলির ভারত ৩৬ রানে অ্যাডিলেডে অলআউট হয়ে গিয়েছিল। এরপর কোহলি দেশে ফিরে এসেছিলেন পিতৃত্বকালীন ছুটি নিয়ে। কোহলির হাত থেকে ব্যাটন উঠে যায় তাঁর ডেপুটি অজিঙ্কা রাহানের হাতে। প্রথম টেস্টে আট উইকেটে হারের বদলা রাহানের ভারত মেলবোর্নে নেয়। ভারতও আট উইকেটে জেতে। সৌজন্যে রাহানের প্রথম ইনিংসের দুরন্ত শতরান। সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হয়। গাবায় সিরিজের ফয়সলা টেস্টে ভারত জয় ছিনিয়ে নেয়। ঐতিহাসিক সিরিজ ২-১ জেতে ভারত।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.