Euro 2020: বর্ণবিদ্বেষ মানা হবে না! Harry Kane রা হাঁটু মুড়ে বসেই প্রতিবাদ করবেন, জানিয়ে দিলেন Gareth Southgate
ইংল্যান্ড সমর্থকদের ফুটবল ম্যাচে চিৎকার করার রীতি সেই ২০১৯ সাল থেকেই চলছে।
নিজস্ব প্রতিবেদন: বর্ণবিদ্ধেষের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রতিবাদ চলবেই। ইউরো কাপেও হ্যারি কেনরা (Harry Kane) মাঠে বসে হাঁটু মুড়ে প্রতিবাদন জানাবেন। এই আচরণের জন্য যতই বিদ্রুপ আসুক না কেন, 'থ্রি লায়ন্স' এভাবেই প্রতিবাদ করবে। সাফ জানিয়ে দিলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)।
গত বুধবার ইউরোর প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছিল মিডলসবোরোতে। সেই ম্যাচে হ্যারির টিম মাঠের মধ্যে হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্ধেষের প্রতিবাদ করেছিল। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ফ্যানেদের মধ্যে। একদল সমর্থক তীব্র চিৎকার এবং শিস দিয়ে বিদ্রুপ করেন। আবার একদল হাততালি দিয়ে হ্যারিদের সাধুবাদ জানায়। যদিও ইংল্যান্ড সমর্থকদের ফুটবল ম্যাচে চিৎকার করার রীতি সেই ২০১৯ সাল থেকেই চলছে। যা আজও অব্যাহত। বর্ণবিদ্বেষী আক্রমণের বিরুদ্ধে ইংল্যান্ড বিগত এক বছর ধরে সোচ্চার। সেটা ক্রিকেট হোক বা ফুটবল, প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন সকলেই।
আরও পড়ুন: Messi র নতুন Barcelona চুক্তিতেই থাকছে Beckham র ক্লাবের হয়ে খেলার সম্মতি!
Ahead of today's game, our players will once again take the knee as a show of solidarity with the Black community, including members of our squad who themselves continue to suffer abuse on a regular basis.
Please support them, just as we know you will once the game begins. pic.twitter.com/muTvAFeCix
(@England) June 6, 2021
ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছেন, “সমর্থকরা নিজেদের দেশকেই ব্যঙ্গ করছে। এ এক অদ্ভুত ঘটনা। যাঁরা এমনটা করছে তাঁরা একবার নিজেদের তরুণ ফুটবলারদের জুতোয় পা গলিয়ে দেখুক, কেমন লাগে! তাঁদের নিজেদের সন্তান খেললে এমনটা করতে পারত! যতই বিরুপ প্রতিক্রিয়া আসুক না কেন, আমারা দল হিসেবে ঐক্যবদ্ধ। এখন আগের চেয়ে আরও বেশি বদ্ধকর প্রতিবাদের বিষয়ে। আমরা এই টুর্নামেন্ট জুড়েই হাঁটু মুড়ে বসে প্রতিবাদ করব। বাইরের কোনও কথায় কান দেব না।”
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)