এখনই অরেঞ্জ ক্যাপ পরতে চান না বিরাট

 ম্যাচ হারার জন্য দলের ব্যাটিংকেই দায়ী করছেন  বেঙ্গালুরুর অধিনায়ক।

Updated By: Apr 18, 2018, 02:24 PM IST
এখনই অরেঞ্জ ক্যাপ পরতে চান না বিরাট
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: লড়াই করেও দলকে জেতাতে পারেননি। কাজে আসেনি ৯২ রানের ইনিংস। তাই সর্বোচ্চ রান স্কোরার হয়েও 'মুকুট' অস্বীকার করলেন বেঙ্গালুরুর অধিনায়ক। বিরাট কোহলি সরাসরি জানালেন এখনই অরেঞ্জ ক্যাপ পরতে চান না তিনি।

আরও পড়ুন- জাতীয় দলে ফিরছেন রাসেল

ওয়াংখেড়েতে নিজের দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নন বিরাট। বরং রোহিতদের খেলার প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। পাশাপাশি ম্যাচ হারার জন্য দলের ব্যাটিংকেই দায়ী করছেন তিনি। বলেন, "কয়েকটা ভাল পার্টনারশিপই আমাদের ম্যাচ জেতাতে পারত। ৪০-৪৫ নয়, ৮০-৮৫ রানের পার্টনারশিপের প্রয়োজন ছিল আমাদের। কিন্তু, সব কৃতিত্ব মুম্বইয়ের। ওরা ভাল বল করেছে", ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বিরাট কোহলি। 

মুম্বই- ২১৩/৬ 
রোহিত শর্মা- ৯৪ (৫২) উমেশ যাদব- ২/৩৬ 

বেঙ্গালুরু- ১৬৭/৮
বিরাট কোহলি- ৯২ (৬২) ক্রুণাল পান্ডিয়া- ৩/২৮ 

আরও পড়ুন- নাইটদের সাবাসি, শাহরুখকে অভিনন্দন মমতার

.