কোটলাতেই কি অজিদের বিশ্বরেকর্ড ছোঁবে বিরাটের ভারত?
নতুন বছরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ভারতীয় দল। মিশন দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন, মর্কেল, রাবাদাদের বিরুদ্ধে সব থেকে বড় পরীক্ষার সম্মুখীন হবে বিরাট ব্রিগেড। সেখানে জিতলে এক টানা ১০ টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ডের অধিকারী হওয়ার হাতছানিও থাকবে বিরাটরাদের সামনে।
নিজস্ব প্রতিবেদন: ইতিহাস তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। দিল্লিতেই বিশ্বজয় করার পথে টিম ইন্ডিয়া। নেহরাজি'র বিদায়ী ম্যাচ-কে স্মরণীয় করে রেখেছে যে ফিরোজ শাহ কোটলা, সেই দিল্লির মাঠই এবার অপেক্ষায় আরেক নজিরের। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্টে ড্র কিংবা জয়, কোন একটা হলেই অস্ট্রেলিয়ার সর্বকালীন বিশ্বরেকর্ড স্পর্শ করবে বিরাটের ভারত। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত টানা ৯ সিরিজ জয়ের যে রেকর্ড এতদিন আগলে রেখেছে ব্যাগি গ্রিনরা, এবার সেই বিরল কৃতিত্বের অধিকারী হতে চলেছে ভারতও।
আরও পড়ুন- 'মারিয়া, উইল ইউ ম্যারি মি'? টেনিস কোর্টেই শারাপোভাকে প্রোপোজ করলেন ভক্ত!
ভারতের অশ্বমেধের ঘোড়া ছুটতে শুরু করে ২০১৫-তে। প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়। এরপর এক টানা আট সিরিজ, একটাও হারেনি বিরাটের নেতৃত্বাধীন ভারত। এরমধ্যে রয়েছে দারুচিনি দ্বীপে এশিয়ান জায়েন্টদের হোয়াইট ওয়াশের মত বিরল নজির। ভারতে এসে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড। আরও এক টেস্ট সিরিজে হারের মুখে দীনেশ চান্দিমলের লঙ্কা।
ইডেনে ড্র। নাগপুরে এক ইনিংস আর ২৩৯ রানে হার। 'সম্মান বাঁচাতে' শনিবার থেকে ফিরোজ শাহ কোটলায় সিরিজ ড্র-এর লক্ষ্যে নামবে শ্রীলঙ্কা। অন্যদিকে জয়ের ঘোড়া ছুটিয়েই যাচ্ছেন বিরাট, পূজারা, অশ্বিনরা। দিল্লিতে সিরিজ জিতলে সমানে সমানে আসবে ভারত এবং অস্ট্রেলিয়া। আর তারপরই ভারতের সামনে থাকছে রেকর্ড ভাঙার হাতছানি।
আরও পড়ুন- ৪৮ কেজির মীরাবাঈ তুললেন ১৯৪ কেজি, জিতলেন সোনা
নতুন বছরে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ভারতীয় দল। মিশন দক্ষিণ আফ্রিকায় ডেল স্টেইন, মর্কেল, রাবাদাদের বিরুদ্ধে সব থেকে বড় পরীক্ষার সম্মুখীন হবে বিরাট ব্রিগেড। সেখানে জিতলে এক টানা ১০ টেস্ট সিরিজ জয়ের বিশ্বরেকর্ডের অধিকারী হওয়ার হাতছানিও থাকবে বিরাটরাদের সামনে।