৪৮ কেজির মীরাবাঈ তুললেন ১৯৪ কেজি, জিতলেন সোনা
টুইটে চানুকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: ভারোত্তলনে ভারত-কে সোনা এনে দিলেন ইম্ফলের মীরাবাঈ চানু। বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে ১৯৪ কেজি তুলে দেশের জন্য সোনা জিতলেন এই ক্রীড়াবিদ। কর্ণম মালেশ্বরীর পর মীরাবাঈ দ্বিতীয় ভারতীয়, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।
আরও পড়ুন- 'আইসিসি প্রোটোকলে পাশ করবে না ৯০ শতাংশ বোলার', অবসরের পর বিস্ফোরক আজমল
রিও অলিম্পিকে বিফলে গিয়েছিল সমস্ত চেষ্টা। পদক তো দূরঅস্ত, সেরকম ভাবে নজরকারতেই পারেননি ইম্ফলের এই ২৩ বছর বয়সী অ্যাথলিট। স্বাভাবিক ভাবেই আমেরিকায় আয়োজিত এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ের পরই আনন্দে আত্মহারা হয়ে পড়েন মীরা। সোনা প্রাপ্তির সময় কেঁদেও ফেলেন তিনি।
IWF WWC 2017 Women's 48kg:
#2017iwfwwc pic.twitter.com/soupO70zyI
— IWF (@iwfnet) November 30, 2017
মীরার আগে এই নজির গড়েছিলেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী কর্ণম মালেশ্বরী। ১৯৯৪ এবং ১৯৯৫ পরপর দু'বার বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন কর্নম। টুইটে চানুকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Congratulations Mirabai Chanu for winning a gold medal in the World Weightlifting Championship. India is so proud of you. And congratulations Manipur for giving the country such a wonderful series of champion sportswomen! #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) November 30, 2017
India is proud of Mirabai Chanu, who has won a gold at the World Weightlifting Championship. Congratulations and best wishes for her future endeavours.
— Narendra Modi (@narendramodi) November 30, 2017
মীরাবাঈ চানুর এই জয়ে 'টুইট অভিনন্দন' জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর।
Saikhom Mirabai Chanu wins #Gold in 2017 IWF Senior Men & Women #weightlifting championships in Anaheim, USA.
In the 48 kg weight category, her total lift was 194 kg. That's 4 times her bodyweight.
In sports, and in life, 'Will' is everything. Never, EVER give up.#KheloIndia pic.twitter.com/sbs2crloVv
— Rajyavardhan Rathore (@Ra_THORe) November 30, 2017