বাজিগর! হারের পরও বর্ষসেরা বিরাটই
খেতাব জেতার পর বিরাট কোহলি জানাচ্ছেন, "আমি গর্বিত। ২০১৬ সালে যেটা আমি করতে পেরেছিলাম সেটাই ২০১৭-তে করে দেখিয়েছি। চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি সফল হয়েছি।"
নিজস্ব প্রতিবেদন: বিরাটের বর্ষ জয়, দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পরও এ কথা নিসঃন্দেহেই বলা যায়। আগ্রাসন, নৃশংস ক্রিকেট আর রানের পাহাড়, এটাই তো ছিল ভারতীয় ক্রিকেটের গত তিনবছরের বিরাট মন্ত্র। ধোনির হাত থেকে ব্যাটন তুলে নিয়ে ভারত শুরু করেছিল বিরাট দৌড়। লক্ষ্য ছিল মিশন ১-১-১। আপাতাত টেস্টে এক নম্বরেই আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। একদিনের আন্তর্জাতিক আর টি-টিয়েন্টি ফর্ম্যাটেও এক হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। দলগত অংশীদারিত্ব থাকলেও এই এভারেস্টে পৌঁছনোর পিছনে নেপথ্য নায়ক কিন্তু বিরাট কোহলিই।
Virat Kohli sweeps ICC Awards https://t.co/hQ4DGRfdAg #BCCI
— Sourav (@paulsouravsunny) January 18, 2018
আর এই বিরাট কীর্তিতেই ভারত অধিনায়ক একই সঙ্গে জিতলেন ৩ পুরস্কার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা উঠছে ভারত অধিনায়কের হাতে। যার পোশাকি নাম স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড। ২০১৬ সালে এই পুরস্কার জিতেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। এবার সেই শিরোপা জিতলেন বিরাট কোহলি।
আরও পড়ুন- আইপিএলের পর আই-লিগেও কালি! ম্যাচ গড়াপেটার জন্য ৩০ লাখের প্রলোভন দুই ফুটবলারকে
একই সঙ্গে আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার-এর খেতাব জিতেছেন কোহলিই। এখানেই শেষ নয়, আইসিসি টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক নির্বাচত হয়েছেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন- হেরে গিয়েও বিরাট 'ঔদ্ধত্য' কোহলির
এই খেতাব জেতার পর বিরাট কোহলি জানাচ্ছেন, "আমি গর্বিত। ২০১৬ সালে যেটা আমি করতে পেরেছিলাম সেটাই ২০১৭-তে করে দেখিয়েছি। চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি সফল হয়েছি।" আইসিসি-র বর্ষসেরা টেস্ট দল এবং বর্ষসেরা একদিনের দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার প্রসঙ্গে বিরাটের প্রতিক্রিয়া, "দল ভাল খেললেই একজন দক্ষ অধিনায়কের নাম হয়, পরিচিতি বাড়ে। আমি এই সম্মানে সম্মানিত হওয়ার জন্য নিজের দলের কাছে কৃতজ্ঞ, আমার সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি।"