কলম্বোতে নয়া নজির গড়লেন বিরাট কোহলি
ওয়েব ডেস্ক: কলম্বোতে নয়া নজির গড়লেন বিরাট কোহলি। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখালেন তিনি। পাশাপাশি তারই নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার ইনিংসে জিতল ভারত। এর আগে দুহাজার পনেরোতে কোহলির নেতৃত্বে ভারত দুই-এক ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছিল। ফের আবার দুহাজার সতেরোতে জিতলেন। উল্লেখ্য দুহাজার পনেরোতে ভারতের টিম ডিরেক্টর ছিলেন রবি শাস্ত্রী।
আরও পড়ুন কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত
আর এবার তিনি হেড কোচ। পাশাপাশি কোহলির নেতৃত্বে টানা চার টেস্টও শ্রীলঙ্কার মাটিতে জিতল ভারত। সঙ্গে বিরাটের ভারত টানা আট টেস্ট সিরিজও জিতে নয়া রেকর্ড গড়ল। পাশাপাশি ভারতীয় স্পিনারদের মধ্যে নয়া নজির গড়ল অশ্বিন-জাদেজা জুটি। দুই স্পিনারই অর্ধশতরান সহ এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
আরও পড়ুন কপিল, কুম্বলে, হরভজনদের টপকে গেলেন রবীন্দ্র জাদেজা