কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত

Updated By: Aug 6, 2017, 10:15 PM IST
 কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ৫৩ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত

ওয়েব ডেস্ক: কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও তিপান্ন রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত। দুবছরের মধ্যে লঙ্কার মাটিতে দুটো টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। তিন টেস্টের সিরিজে একটা টেস্ট বাকি থাকতেই বিরাট কোহলিরা সিরিজ পকেটে পুড়ে ফেললেন। ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।কলম্বোতে শ্রীলঙ্কাকে ইংনিসে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত। এই প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ইনিংসে হারাল ভারত। কলম্বোতে চারদিনেই ম্যাচ শেষ করে দিলেন ভারতীয় স্পিনাররা। শনিবার শ্রীলঙ্কাকে ফলো অন করিয়েছিল ভারত। কিন্তু তারপর দ্বিতীয় ইনিংসে করুনারত্নে ও কুশল মেন্ডিসের লড়াইয়ে ইনিংস হার বাঁচানোর  স্বপ্ন দেখাচ্ছিল শ্রীলঙ্কাকে। সেই আশা নিয়ে চতুর্থ দিনে দুই উইকেটে দুশো নয় রান নিয়ে খেলা শুরু করে সিংহলীরা। কিন্তু ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার স্পিনের ছোবলে তিনশো ছিয়াশি রানে লড়াই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।

আরও পড়ুন কপিল, কুম্বলে, হরভজনদের টপকে গেলেন রবীন্দ্র জাদেজা

ভারত জয় তুলে নেয় এক ইনিংস ও তিপ্পান্ন রানে। জাদেজা পাঁচ উইকেট নেন। শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস একশো দশ এবং করুনারত্নে একশো একচল্লিশ রান করেন। এই জয়ের ফলে ভারত তিন টেস্টের সিরিজে পরপর দুই টেস্ট জিতে সিরিজ জিতে নিল। ম্যাচের সংক্ষিপ্ত স্কোর ভারত নয় উইকেটে ছশো বাইশ ডিক্লেয়ার। শ্রীলঙ্কা একশো তিরাশি ও তিনশো ছিয়াশি রান। ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা।বারোই অগাস্ট থেকে  পাল্লেকেলেত সিরিজের শেষ ও নিয়ম রক্ষার টেস্টে খেলতে নামবেন কোহলিরা।

আরও পড়ুন  প্যারিস সাঁজার জার্সি গায়ে চাপিয়ে কী বললেন নেইমার?

.