বোর্ড চাইলেই কোচ নির্বাচনে মত দেবেন, সাফ জানালেন বিরাট

জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে আগ বাড়িয়ে আর কোনও মন্তব্য করবেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে বোর্ড যদি তার কাছে এই ব্যাপারে কিছু জানতে চায় তাহলে দলের তরফ থেকে মতামত দেবেন। কোচ নির্বাচন একটা পদ্ধতির মধ্য দিয়ে হয়। বিশেষজ্ঞরা এরসাথে যুক্ত। তাই ব্যক্তিগত মতামতের কোন প্রয়োজন পড়ে না। কুম্বলে- কোহলি বিতর্কে সরগরম ভারতীয় ক্রিকেট। দু পক্ষকেই কোনরকম মন্তব্য করতে না করেছেন বোর্ডের  শীর্যকর্তারা। কোহলি চাইছেন বোর্ডের নির্দেশে বিতর্ক আর না বাড়াতে। দলের মধ্যেও এই নিয়ে আলোচনা হয়েছে। মুখে স্বীকার না করলেও সিরিজ চলাকালীন খেলার মধ্যে যে এর প্রভাব পড়ে তা মানছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  

Updated By: Jun 30, 2017, 11:00 PM IST
বোর্ড চাইলেই কোচ নির্বাচনে মত দেবেন, সাফ জানালেন বিরাট

ওয়েব ডেস্ক: জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে আগ বাড়িয়ে আর কোনও মন্তব্য করবেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে বোর্ড যদি তার কাছে এই ব্যাপারে কিছু জানতে চায় তাহলে দলের তরফ থেকে মতামত দেবেন। কোচ নির্বাচন একটা পদ্ধতির মধ্য দিয়ে হয়। বিশেষজ্ঞরা এরসাথে যুক্ত। তাই ব্যক্তিগত মতামতের কোন প্রয়োজন পড়ে না। কুম্বলে- কোহলি বিতর্কে সরগরম ভারতীয় ক্রিকেট। দু পক্ষকেই কোনরকম মন্তব্য করতে না করেছেন বোর্ডের  শীর্যকর্তারা। কোহলি চাইছেন বোর্ডের নির্দেশে বিতর্ক আর না বাড়াতে। দলের মধ্যেও এই নিয়ে আলোচনা হয়েছে। মুখে স্বীকার না করলেও সিরিজ চলাকালীন খেলার মধ্যে যে এর প্রভাব পড়ে তা মানছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।  

.