সারে-তে বার্নসের নেতৃত্বে খেলবেন বিরাট

বিরাট কোহলি হলেন ষ্ষ্ঠ ভারতীয় যিনি সারে’র হয়ে কাউন্টি খেলবেন। এর আগে জাহির খান (২০০৪), হরভজন সিং (২০০৫-২০০৭), অনিল কুম্বলে (২০০৬), প্রজ্ঞান ওঝা (২০১১) এবং মুরলি কার্তিক (২০১২) সারে’র হয়ে কাউন্টি খেলছেন।

Updated By: May 23, 2018, 10:09 AM IST
সারে-তে বার্নসের নেতৃত্বে খেলবেন বিরাট

নিজস্ব প্রতিবেদন: ররি বার্নস, ২৭ বছরের এই ব্রিটিশ ক্রিকেটারের নেতৃত্বই কাউন্টি খেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের দল সারে’র হয়ে যে কটি ম্যাচে বিরাট অংশগ্রহন করবেন, তার প্রতিটিতেই অধিনায়কত্ব করার কথা ররি বার্নসের। 

আরও পড়ুন- মোহনবাগানে মেহতাব!

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত সুযোগ না পেলেও  ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই বাঁ হাতি ব্যাটসম্যানের বেশ সুনাম রয়েছে। প্রথমে ক্যামব্রিজের হয়ে কাউন্টি কেরিয়ার শুরু করলেও পরে সারে-তে যোগদান করেন তিনি। এখনও পর্যন্ত ৯৬টি প্রথম শ্রেণির ম্যাচে ররি বার্নসের সংগ্রহ ৬ হাজার ৫৮৪ রান। সর্বোচ্চ ২১৯*, গড় ৪২.৫১।   

আরও পড়ুন- নৈশ পার্টিতে চিয়ারলিডারদের ডেকে বিসিসিআইয়ের রোষানলে দিল্লি

প্রসঙ্গত, বিরাট কোহলি হলেন ষ্ষ্ঠ ভারতীয় যিনি সারে’র হয়ে কাউন্টি খেলবেন। এর আগে জাহির খান (২০০৪), হরভজন সিং (২০০৫-২০০৭), অনিল কুম্বলে (২০০৬), প্রজ্ঞান ওঝা (২০১১) এবং মুরলি কার্তিক (২০১২) সারে’র হয়ে কাউন্টি খেলছেন।     

 

.