WATCH | Virat Kohli-KL Rahul: অ্যাডিলেডে আজব ঘটনা, কোহলিকে মাঠে ঢুকতে বাধা আম্পায়ারের! হলটা কী?
KL Rahul-Scott Boland No-Ball Incident: বিরাট কোহলি ব্যাট করতে এসেও ফিরে গেলেন! এমন কী ঘটল অ্যাডিলেডে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অ্যাডিলেডে (Australia vs India, 2nd Test at Adelaide, AUS vs IND) শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া গোলাপি বলে দিন-রাতের টেস্ট (India vs Australia Pink-Ball Test)। টস জিতে রোহিত শর্মারা ব্যাট নিয়েছেন। পারথ টেস্টের দুই ওপেনার কেএল রাহুল ও যশস্বী জয়ওসওয়ালই (KL Rahul And Yashasvi Jaiswal) ওপেন করেছেন। যশস্বী কোনও রান না করেই মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। তবে রাহুল ৬৪ বলে ৩৭ রান করে ফিরেছেন। কিন্ত এদিন রাহুল দু'বার জীবনদান পেয়েছেন।
আরও পড়ুন: দলের জন্যই সে 'নিঃস্বার্থ', বিরাট আত্মত্যাগ অধিনায়কের! জানলে দাঁড়িয়ে কুর্নিশ করবেন
অজি পেসার জোশ হেজেলউড চোটের কারণে বাদ পড়েছেন অ্যাডিলেড টেস্ট থেকে। অস্ট্রেলিয়া বিকল্প হিসেবে তিন পেসারকে দলে টেনে নিয়েছিল। শন অ্যাবট, ব্রেন্ডন ডগেটের সঙ্গেই স্কট বোলান্ডকেও নেয় তারা। প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলা বোলান্ডই খেলছেন গোলাপি টেস্টে। ২০২৩ সালের অ্যাশেজে শেষবার টেস্ট খেলা বোলান্ড হাতে বল তুলে নিয়েই কিস্তিমাত করে ফেলেছিলেন।
ভারতের ইনিংসের সপ্তম ওভারের খেলা চলছে তখন, বোলান্ডের প্রথম বলটিই আচমকা অনেকটা উঠে যায়। রাহুলের ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্য়ারের হাতে। তিনি বল তালুবন্দি করতেই অজি শিবির উচ্ছ্বাসে মেতে ওঠে, কিন্তু আম্পায়ার জানিয়ে দেন যে, বোলান্ড দু'বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই নো বল দিয়ে শুরু করলেন। ওভারস্টেপিং করে ফেলেছেন তিনি।
রাহুলও ফিরে আসছিলেন সাজঘরের দিকে, ওদিকে কোহলিও মাঠে প্রায় ঢুকে পড়েছিলেন। কিন্তু আম্পায়ার কোহলিকে জানিয়ে দেন যে, তাঁকে ফিরে যেতে হবে। কারণ রাহুল আউট নন। ঘটনাচক্রে রাহুল এই ওভারে ফের জীবনদান পেয়েছিলেন। বোলান্ডের পঞ্চম বলেও তিনি খোঁচা দিয়েছিলেন। তবে প্রথম স্লিপে থাকা উসমান খোয়াজা সেই ক্য়াচ হাতছাড়া করে ফেলেন! কোহলি পারথে সেঞ্চুরি করেছিলেন বটে, তবে এদিন চারে নেমে ৮ বলে ৭ রান করে আউট হয়ে যান তিনি। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত ১৭৬ রান তুলতে গিয়ে ৮ উইকেট হারিয়ে ফেলেছে।
আরও পড়ুন: 'তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি'... রাজুদা এবার জামাইকায় বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)