ক্যাপ্টেন কোহলির শতরানে বিরাট শুরু ভারতের

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতল ভারত। এ দিন জিম্বাবোয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রইল কোহলির ভারত। জিম্বাবোয়ের ২২৭ রানের জবাবে একাই ১১৫ রানের বিরাট ইনিংস গড়ে দেন কোহলি। ৩১ বল বাকি থাকতেই ম্যাচ চলে আসে ভারতের দখলে।

Updated By: Jul 24, 2013, 08:54 PM IST

জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতল ভারত। এ দিন জিম্বাবোয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে রইল কোহলির ভারত। জিম্বাবোয়ের ২২৭ রানের জবাবে একাই ১১৫ রানের বিরাট ইনিংস গড়ে দেন কোহলি। ৩১ বল বাকি থাকতেই ম্যাচ চলে আসে ভারতের দখলে।
বহু অপেক্ষার পর জাতীয় দলে সুযোগ পেয়ে যোগ্য জবাব দিয়েছেন আম্বাতি রায়াডুও। শিখর ধাওয়ান ১৭, ও রোহিত শর্মা ২০ রানে প্যাভিলিয়নে ফিরে গেলে ৮৩ বলে ৬৩ রানের অসাধারণ ইনিংস খেলে তৃতীয় উইকেটে ১৫৯ রান যোগ করেন রায়াডু। এরপরই কোহলির ১০৮ বলে ১১৫ রানের অনবদ্য ইনিংস জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ভারতকে। ৪৩ রানে ৩ উইকেট নিয়েছেন অমিত শর্মা।
জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানি বংশোদ্ভুত সিকন্দক রাজা (৮২)। ৪৩ করেছেন এলটন চিগুমবুরা। পরবর্তী ম্যাচ ২৬ জুলাই।

.