কোহলির ভারতে অভিষেক রায়াড়ু, উনাদকটের

জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বল করছে ভারত। এই ম্যাচে দেশের হয়ে অভিষেক ম্যাচ খলেছেন আম্বাতি রায়াড়ু। দীর্ঘদিন ধরে রায়াড়ুকে নিয়ে আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। আইসিএল-এ যোগ দিয়ে বোর্ডের কোপেও পড়ছিলেন রায়াড়ু। আজ খেলছেন বাংলার পেসার মহম্মদ সামিও। ধোনি না থাকলেও ভারতের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালীই দেখাচ্ছে।

Updated By: Jul 24, 2013, 12:48 PM IST

জিম্বাবোয়ে-- ৯/০ (৫ ওভার)
জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বল করছে ভারত। এই ম্যাচে দেশের হয়ে অভিষেক ম্যাচ খেলছেন আম্বাতি রায়াড়ু। দীর্ঘদিন ধরে রায়াড়ুকে নিয়ে আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। আইসিএল-এ যোগ দিয়ে বোর্ডের কোপেও পড়ে ছিলেন হায়দরাবাদের ২৭ বছরের এই ব্যাটসম্যান। এরপর প্রায় হারিয়ে যেতে বসে ছিলেন রায়াড়ু। আইপিএলে দুরন্ত খেলে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে দেশের স্বপ্নের জার্সি পরার সুযোগ পেলেন রায়াড়ু।
রায়াড়ুর পাশাপাশি আজ দেশের জার্সিতে অভিষেক হল পেসার জয়দেব উনাদকটেরও। গুজরাটের পোরবন্দরের ২১ বছরের এই পেসারকে নিয়ে খুব আশা ভারতীয় ক্রিকেটমহলে। ওয়াসীম আক্রামও বলছেন বড় বোলার হওয়ার ক্ষমতা রাখেন উনাদকট। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে নজর কাড়েন উনাদকট।
আজ খেলছেন বাংলার পেসার মহম্মদ সামিও। ধোনি না থাকলেও ভারতের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালীই দেখাচ্ছে।
শিখর ধাওয়ান থেকে রায়না, রোহিত শর্মা সবাই আছেন। তবে পেস বোলিং লাইনআপ বেশ অনভিজ্ঞ। ভূবনেশ্বর কুমার, ইশান্ত শর্মারা নেই খেলছেন বিনয় কুমার, জয়দীপ উনাদকটা, সামিরা।
মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি।

Tags:
.