Team India-র ড্রেসিংরুমে পৌঁছে গেল কৃষক আন্দোলন, Virat Kohli-র বড় বয়ান

বিরাট কোহলি যা বললেন তাতে বোঝা গেল কৃষক আন্দোলন Team India-র ড্রেসিংরুমেও পৌঁছে গিয়েছে।

Updated By: Feb 4, 2021, 05:34 PM IST
Team India-র ড্রেসিংরুমে পৌঁছে গেল কৃষক আন্দোলন, Virat Kohli-র বড় বয়ান

নিজস্ব প্রতিবেদন- কৃষক আন্দোলন নিয়ে টুইট-যুদ্ধ চলছেই। রিহানা, গ্রেটা থানবার্গের মতো আন্তর্জাতিক Celebrity-দের টুইটের পর আন্দোলন অন্য মাত্রা পেয়েছে। যদিও সচিন তেণ্ডুলকর পাল্টা দিয়েছেন, কৃষক আন্দোলন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এই নিয়ে বিদেশী কোনও শক্তির নাক গলানোর অধিকার নেই। সচিনের পর সৌরভ গাঙ্গুলিসহ অনেকেই রিটুইট করেছেন। অর্থাত্, কৃষক আন্দোলন ইস্যুতে পুরোপুরি জড়িয়েছে ক্রিকেট সার্কিট। আর এবার বিরাট কোহলি যা বললেন তাতে বোঝা গেল কৃষক আন্দোলন Team India-র ড্রেসিংরুমেও পৌঁছে গিয়েছে।

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এদিন বলেছেন, ''আমরা টিম মিটিংয়ে কৃষক অন্দোলন (Farmer's Protest) নিয়ে বিস্তর আলোচনা করেছি।'' কাল থেকে England-এর বিরুদ্ধে Test Series খেলতে নামবে ভারতীয় দল। তার আগে চেন্নাইতে টিম মিটিংয়ে কৃষক অন্দোলন নিয়েও আলোচনা করলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আসলে কৃষক আন্দোলন এখন গোটা দেশের কাছে ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফলে এই ইস্যু থেকে ভারতীয় দলের ক্রিকেটাররাও নিজেদের সরিয়ে রাখতে পারছেন না। এরই মধ্যে ভারতীয় দলের কোচ Ravi Shastri টুইট করে লিখেছিলেন, ''কৃষি এদেশের ভিত্তি। ভারতে অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। তবে যে সমস্যা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে মিটে যাবে বলেই আশা রাখি।''

আরও পড়ুন-  Ind vs Eng: বড় ধাক্কা, চোট পেয়ে চেন্নাই টেস্ট থেকে ছিটকে গেলেন England ওপেনার

Virat Kohli টুইট করে লিখেছিলেন, ''মতানৈক্যের এই সময় আমাদের সবাইকে একতা বজায় রাখতে হবে। কৃষকরা আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। আর আমার বিশ্বাস, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। শান্তি ফিরবে। আমরা আবার সবাই একসঙ্গে হাঁটব।''

.