কাউকে অপছন্দ হলে আমার হাবেভাবে বোঝা যায়, রোহিতের সঙ্গে দ্বন্দ্বে জবাব বিরাটের

বিশ্বকাপের সেমিফাইনাল ভারতের হারের পরই খবর আসে, দলের মধ্যে মাথা চাড়া দিয়েছে রোহিত ও বিরাটের গোষ্ঠীদ্বন্দ্ব। 

Updated By: Jul 29, 2019, 07:48 PM IST
কাউকে অপছন্দ হলে আমার হাবেভাবে বোঝা যায়, রোহিতের সঙ্গে দ্বন্দ্বে জবাব বিরাটের

নিজস্ব প্রতিবেদন: রোহিত-বিরাট দ্বন্দ্বের খবর চাউর হওয়ার পর মুখ খুললেন বিরাট কোহলি। গোটা বিষয়টি অত্যন্ত হাস্যকর আখ্যা দিয়ে অধিনায়ক বলেন, 'কাউকে পছন্দ না সেটা আমার চোখ-মুখ বা আচরণ দেখে বুঝতে পারবেন। রোহিত ও আমার মধ্যে কোনও সমস্যা নেই'।           

বিশ্বকাপের সেমিফাইনাল ভারতের হারের পরই খবর আসে, দলের মধ্যে মাথা চাড়া দিয়েছে রোহিত ও বিরাটের গোষ্ঠীদ্বন্দ্ব। পছন্দের ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেন অধিনায়ক। তা নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে তাঁর ডেপুটি রোহিত শর্মার। এদিন সাংবাদিক বৈঠকে প্রশ্ন উঠলে, অধিনায়ককে থামিয়ে কোচ রবি শাস্ত্রী বলেন,'সত্যিই দলে বিভাজন বা দ্বন্দ্ব থাকলে সব ধরনের ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলা সম্ভব নয়। যত্তসব ছাঁইপাশ'।           

রোহিতের সঙ্গে তাঁর দ্বন্দ্বের খবর সংবাদমাধ্যমের কল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন বিরাট কোহলি। অধিনায়ক স্পষ্ট করেছেন, কাউকে পছন্দ না সেটা আমার চোখ-মুখে বা আচরণে বোঝা যায়। সবসময়ই রোহিতের প্রশংসা করে এসেছি, কারণ ও দারুণ ক্রিকেটার। কোনও সমস্যাই আমাদের মধ্যে নেই। এটা বিভ্রান্তিকর। জানি না এতে কাদের লাভ হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনকে হাস্যকর আখ্যা দিয়েছেন অধিনায়ক। তাঁর কথায়,'এটা অত্যন্ত হাস্যকর। এই ধরনের কথা (দ্বন্দ্ব) আমিও শুনেছি। কিন্তু সত্যিটা হল, গত ৩ বছর ধরে দারুণ খেলছে আমাদের দল। এটাই প্রমাণ করে দলে সব কিছু ঠিক আছে। একে অপরকে সকলে বিশ্বাস করেন'।   কোহলি আরও বলেন,'দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে খেলছি। ১১ বছর ধরে ক্রিকেটে আছি। রোহিত খেলছে ১০ বছর। সকলেই বাইরে থেকে একটা ধারণা পোষণ করছেন। আপনারা আসুন ড্রেসিংরুমে। পরিবেশ দেখুন। কুলদীপ যাদবের সঙ্গে কেমন আচরণ হয়, ধোনির মতো সিনিয়রকে কীভাবে সম্মান করা হয়, সব দেখতে পারবেন। একটা খবরকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা হচ্ছে'।                         

বিশ্বকাপের পরই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলে আসে প্রকাশ্যে। একটি সংবাদপত্রের প্রতিবেদনের দাবি, পছন্দের ক্রিকেটারদের সুযোগ দিয়ে চলেছেন বিরাট কোহলি। তাঁর পছন্দের ক্রিকেটাররা বারবার ব্যর্থ হলেও সুযোগ পেয়ে চলেছেন। বঞ্চিত হচ্ছেন যোগ্যরা। তার খেসারত দিতে হয়েছে অম্বাতি রায়াডু। দলে রোহিত ও বিরাটের দুটি গোষ্ঠীও বিদ্যমান। দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে আনফলো করে দেন সহ-অধিনায়ক। তাতে আরও হাওয়া পায় জল্পনা। 

আরও পড়ুন- অধিনায়ক নির্বাচন নির্বাচকরা করছেন না কোহলির ইচ্ছায়, প্রশ্ন তুললেন গাভাসকর           

 

         

.