রবিবারই একদিনের সিরিজে জয় নিশ্চিত করতে পাল্লেকেলেতে নামছে কোহলি ব্রিগেড
ওয়েব ডেস্ক : রবিবারই একদিনের সিরিজে জয় নিশ্চিত করতে পাল্লেকেলেতে নামছে কোহলি ব্রিগেড। বিরাটের উইনিং কম্বিনেশন ধরে রাখার পথে ধোঁয়াশা তৈরি করেছে হার্দিক পান্ডিয়ার চোট। পান্ডিয়া না খেললে দলে আসতে পারেন কুলদীপ যাদব অথবা শার্দুল ঠাকুর। পাল্লেকেলেতেই একদিনের সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নামছে ভারত। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে দুই-শূন্য ব্যবধানে এগিয়ে বিরাট কোহলিরা।
আরও পড়ুন- তৃতীয় একদিনের ম্যাচের আগে শ্রীলঙ্কার জন্য আরও খারাপ খবর
ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও চিন্তা বাড়িয়েছে হার্দিক পান্ডিয়ার বাঁ হাঁটুর চোট । কাফ মাশলের এই চোট নিয়ে খুব বেশি চিন্তা না থাকলেও শেষ মূহুর্তে যদি পান্ডিয়া না খেলতে পারেন তাহলে দলে আসতে পারেন কুলদীপ যাদব বা শার্দুল ঠাকুর। কোহলির ইচ্ছা মনীশ পান্ডেকে দলে নেওয়া । কিন্তু হার্দিকের দশ ওভারের কোটা পূরণের জন্যই মনীশ পান্ডেকে সাইডলাইনেই থাকতে হচ্ছে। অধিনায়ক বিরাট কোহলি হয়ত ফের পরিচিত ব্যাটিং অর্ডারে তিন নম্বরে ফিরতে পারেন। তবে গোটা দল সতর্ক শ্রীলঙ্কার স্পিনার ধনঞ্জয়কে নিয়ে। উল্টোদিকে দ্বিতীয় একদিনের ম্যাচে জেতার মতন জায়গা থেকে হারতে হয়েছে শ্রীলঙ্কাকে। তার উপর অধিনায়ক উপল থারাঙ্গা দুই ম্যাচ নির্বাসিত হওয়ায় এই ম্যাচে নেই। এটা বড় ধাক্কা। সেটা মাথায় রেখেও সিরিজ বাঁচানোর লক্ষ্যে পাল্লেকেলেতে নামছেন সিংহলিরা।