গোটা পাকিস্তান দলের মোট বেতনের সমান বেতন একাই পান বিরাট কোহলি!

হিসেব করে দেখা BCCI-র কাছ থেকে বিরাট কোহলি একাই সেই টাকা বাৎসরিক বেতন হিসেবে পান।

Updated By: May 23, 2020, 08:31 PM IST
গোটা পাকিস্তান দলের মোট বেতনের সমান বেতন একাই পান বিরাট কোহলি!

নিজস্ব প্রতিবেদন: একুশ জন পাক ক্রিকেটারের সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক ক্রিকেট বোর্ড  A,B,C তিনটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন ভাগ করেছে। সেই তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তিনটি ক্যাটাগরি মিলিয়ে মোট ১৫৭ মিলিয়ন PKR(পাকিস্তান টাকা) প্রায় ৯৯০,০০০ মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। হিসেব করে দেখা BCCI-র কাছ থেকে বিরাট কোহলি একাই সেই টাকা বাৎসরিক বেতন হিসেবে পান।

 

পাক ক্রিকেটারদের বাৎসরিক বেতন

A ক্যাটাগরি:-  ১৩.২ মিলিয়ন PKR অর্থাৎ ৮১,৫৭৬ মার্কিন ডলার।

B ক্যাটাগরি:-  ৯ মিলিয়ন PKR অর্থাৎ  ৫৫,৬২৭ মার্কিন ডলার।

C ক্যাটাগরি:-  ৬.৬ মিলিয়ন PKR অর্থাৎ  ৪০,৭৯৩ মার্কিন ডলার।

 

ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সঙ্গে চারটি ক্যাটাগরিতে চুক্তি করেছে।  A+,A,B,C ক্যাটাগরি প্রতি ভারতীয় ক্রিকেটারদের বাৎসরিক বেতন

A+ক্যাটাগরি :- ৭ কোটি টাকা অর্থাৎ  ৯২৭,৩৩৬ মার্কিন ডলার।

A ক্যাটাগরি:-  ৫ কোটি টাকা অর্থাৎ ৬৬২,৩৮৩ মার্কিন ডলার।

B ক্যাটাগরি :- ৩ কোটি টাকা অর্থাৎ ৩৯৭,৪৩০ মার্কিন ডলার।

C ক্যাটাগরি :-  ১ কোটি টাকা অর্থাৎ ১৩২,৪৭৬ মার্কিন ডলার।

 

এই পরিসংখ্যানের ভিত্তিতে পাকিস্তানের A ক্যাটাগরির তিনজন ক্রিকেটের মোট বেতনের থেকে ভারতীয় বোর্ড A+ক্যাটাগরির একজন ক্রিকেটারকে ( বিরাট কোহলি, রোহিত শর্মারা) বেশি বেতন দেয় বিসিসিআই । পাশাপাশি আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হল পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সব ক্রিকেটারদের মিলিয়ে তিনটি ক্যাটাগরিতে মোট বেতন বরাদ্দ করেছে ১৫৭ মিলিয়ন ( PKR)। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে বিরাট কোহলি একাই সেই অর্থ বাৎসরিক বেতন হিসেবে পান ।

আরও পড়ুন - আমফানের তাণ্ডবে অন্ধকার ময়দানে; মাঠকর্মীদের জল সমস্যা মেটাতে ময়দানে অভিষেক

.