Vinesh Phogat: 'বছরের পর বছর শ্লীলতাহানি'! ফেডারেশন সভাপতির বিরুদ্ধে অভিযোগ, বিস্ফোরক বিনেশ
Vinesh Phoga taccuses WFI president of sexual harassment: রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। দেশের তারকা কুস্তিগীর বিনেশ ফোগাট এনেছেন তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। এমনকী বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো তারকা কুস্তিগীররা দিল্লির যন্তরমন্তরে ব্রিজভূষণের অপসারণের দাবিতে ধর্ণায় বসেছেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় কুস্তিতে ঝড় উঠে গেল। খোদ রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (Wrestling Federation of India, WFI) সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। দেশের নক্ষত্র মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাট (Vinesh Phogat) এবার বিস্ফোরণ ঘটালেন। মেয়েদের কুস্তিতে দেশের একমাত্র কমনওয়েলথ (Asian Games) ও এশিয়াড (Asian Games) সোনা জয়ী কুস্তিগীর বুধবার সাফ বলছেন,'জাতীয় দলের কোচরা মহিলা কুস্তিগীরদের বছরের পর বছর শ্লীলতাহানি করে আসছেন। কিছু বললেই ডব্লিউএফআই-এর কর্তাদের থেকে মৃত্যুর হুমকি পেতে হয়।' ব্রিজভূষণের অপসারণের দাবিতে এদিন দিল্লির যন্তরমন্তরে বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিক, (Sakshi Malik) বিনেশের সঙ্গে প্রতিবাদে বসেছিলেন রাস্তায়।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তৃতীয়বারের জন্য সর্বভারতীয় ফেডারেশনের সভাপতির পদে বসেন ব্রিজভূষণ। বিনেশ বলছেন, 'শ্লীলতাহানি নিয়ে কথা বললে আমাদের কেরিয়ার শেষ হয়ে যাবে বলেও হুমকি দেওয়া হয়। ফেডারেশনের সদস্যরা মহিলা কুস্তিগীরদের সঙ্গে অশালীন ভাষাতেও কথা বলেছেন। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করেছি। ' এদিন যন্তরমন্তরে সরিতা মোর, সঙ্গীতা ফোগাট, সত্যওয়ার্ট মালিক, জিতেন্দর কিনহাস সুমিত মালিকের মতো ৩০ জন কুস্তিগীর একত্রিত হয়ে প্রতিবাদ করেছেন। বিনেশ বিশ্বচ্যাম্পিয়ন অ্যাথলিট ও অলিম্পিয়ান। তাঁর আরও অভিযোগ, 'কিছু কোচ আছেন, যাঁরা জাতীয় ফেডারেশনের খুব কাছের। সেই কোচেরাই অল্পবয়সী মেয়েদের শোষণ করেছে। জানি না মোট কত তরুণীর তাঁদের জন্য ক্ষতি হয়েছে! আমাকে অন্তত ১০-১২ জন মহিলা কুস্তিগীর জানিয়েছেন যে, ডব্লিউএফআই-এর সভাপতির তাঁদের যৌন হেনস্থা করেছে। আমি তাদের নাম এখনই বলছি না। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমি নামগুলি বলব। ' এদিন চার ঘণ্টার ধর্ণায় বসেছিলেন বিনেশরা।
আরও পড়ুন: Dutee Chand: নিষিদ্ধ পথে হেঁটে নির্বাসিত দ্যুতি! শিরোনামে দেশের দ্রুততম মহিলা স্প্রিন্টার
অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী বজরং এদিন বলেন, 'ডব্লিউএফআই-এর সভাপতিকে সরানো না হলে আমরা কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করব না। আমাদের লড়াই সরকার বা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে নয়। আমাদের লড়াই ডব্লিউএফআই-এর বিরুদ্ধে। ব্রিজভূষণ সরানো না পর্যন্ত আমাদের প্রতিবাদ জারি থাকবে।' ব্রিজভূষণ এদিন সাংবাদিক বৈঠকে বলেন, 'কুস্তিগীররা প্রতিবাদ করছে শুনেই আমি এখানে এসেছি। ফেডারেশন যৌন হেনস্থা করেছে বলে, আদৌ কোনও রেকর্ড কি এখনও পর্যন্ত আছে? যদি সত্যিই এরকম কোনও ইস্যু থাকত, তাহলে বিগত ১০ বছরে তা সামনে কেন আসেনি! এখন দেখার সত্যিটা আদৌ সামনে আসে কিনা!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)