ওল্ড ট্র্যাফোর্ডেই ফুটবল শুরু করছেন বোল্ট
সোমবারই টুইটে একটি ভিডিও বার্তায় বোল্ট বলেছিলেন " একটা ফুটবল টিমে সই করলাম। কোন দল খুঁজে বের করতে এখানেই আপনাদের মঙ্গলবার নজর রাখতে হবে।"
নিজস্ব প্রতিবেদন : প্রতীক্ষার অবসান। ওল্ড ট্র্যাফোর্ডেই ফুটবল শুরু করছেন জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। রাশিয়া বিশ্বকাপ শুরুর চার দিন আগেই চ্যারিটি ম্যাচে খেলবেন তিনি। তবে কোন ক্লাবের হয়ে বিদ্যুত্ বোল্ট সই করলেন সেটা কিন্তু এখনও স্পষ্ট হল না।
সোমবারই টুইটে একটি ভিডিও বার্তায় বোল্ট বলেছিলেন " একটা ফুটবল টিমে সই করলাম। কোন দল খুঁজে বের করতে এখানেই আপনাদের মঙ্গলবার নজর রাখতে হবে।"
I've signed for a football team! Find out which one this Tuesday at 8am GMT pic.twitter.com/iFTlWxfy7x
— Usain St. Leo Bolt (@usainbolt) February 25, 2018
অ্যাথলেটিক্স ট্র্যাককে বিদায় জানানোর পর পেশাদার ফুটবলার হওয়ার ইচ্ছেপ্রকাশ আগেই করেছেন প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ান উসেইন। বোল্টের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রীতির কথাও সকলেরই জানা। শোনা গিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডে ট্রায়াল দিতে যেতে পারেন বোল্ট।
আরও পড়ুন- পায়ের হাড় ভেঙে এক মাস মাঠের বাইরে নেইমার!
মঙ্গলবার দুপুরে টুইটের মাধ্যমে বোল্ট জানিয়ে দিলেন, আগামী ১০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সকার এইড বিশ্ব একাদশের অধিনায়ক হিসেবে ইউনিসেফের চ্যারিটি ম্যাচে নামছেন তিনি। ভিডিওটিতে গায়ক ববি উইলিয়ামস উপস্থাপন করছেন বোল্টকে।
Excited to announce that I will be playing in @socceraid for @UNICEF_uk 2018 at Old Trafford on Sunday 10th June. Make sure you're ready @robbiewilliams! pic.twitter.com/t2sDB1iLP8
— Usain St. Leo Bolt (@usainbolt) February 27, 2018