অলিম্পিকে ১০০ মিটারে সোনার হ্যাটট্রিক বোল্টের

বেজিং, লন্ডনের পর এবার রিও । পরপর তিনবার অলিম্পিকে  ১০০ মিটারে সোনা জিতলেন জামাইকার কিংবদন্তি উসেইন বোল্ট। ১০০ মিটার দৌড় ৯.৮১ সেকেন্ডে জিতে নিয়ে অলিম্পিকে সপ্তম সোনা জিতে নিলেন বোল্ট। বোল্টের অনেকটা পিছনে রেস শেষ করে দ্বিতীয় হলেন মার্কিন জাস্টিন গ্যাটলিন (৯.৮৯ সেকেন্ড)।

Updated By: Aug 15, 2016, 10:54 AM IST
অলিম্পিকে ১০০ মিটারে সোনার হ্যাটট্রিক বোল্টের

ওয়েব ডেস্ক: বেজিং, লন্ডনের পর এবার রিও । পরপর তিনবার অলিম্পিকে  ১০০ মিটারে সোনা জিতলেন জামাইকার কিংবদন্তি উসেইন বোল্ট। ১০০ মিটার দৌড় ৯.৮১ সেকেন্ডে শেষ করে অলিম্পিকে সপ্তম সোনা জিতে নিলেন বিশ্বের দ্রুততম মানব। রিওয় এটাই প্রথম সোনা। বোল্টের অনেকটা পিছনে রেস শেষ করে দ্বিতীয় হলেন মার্কিন জাস্টিন গ্যাটলিন (৯.৮৯ সেকেন্ড)। তৃতীয় হলেন কানাডার আন্দ্রে দে গ্রাসে (৯.৯১) । চতুর্থ হয়ে পদক হাতছাড়া করলেন জামাইকার জোহান ব্লেক। যে ব্লেক লন্ডন অলিম্পিকে বোল্টের পিছনে দ্বিতীয় হয়েছিলেন। এবার বোল্ট নামবেন ২০০ মিটার ও 4x100 মিটার রিলে দলের হয়ে।

প্রথম অ্যাথলিট হিসাবে পরপর তিনটে অলিম্পিকের একশো মিটারে সোনা জিতলেন বোল্ট।

আরও পড়ুন-অলিম্পিকে ভারতের সব খবর

চোট পেয়ে বেশ কয়েক দিন ট্র্যাকের বাইরে ছিলেন। ট্রায়ালে অংশ না নিয়েই অলিম্পিকে দলে সুযোগ পেয়েছিলেন। তখন তাঁকে নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল, সমালোচনাও হয়েছিল। বোল্ট শুধু হেসে বলেছিলেন, এবারও সোনাটা আমিই জিতব। তাই হল। হাসতে হাসতে সোনা জিতলেন বোল্ট।  জুলাই মাসে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অলিম্পিকে নামাই সংশয় হয়ে পড়েছিল তাঁর।

আরও পড়ুুন- ইনিই এখন বিশ্বের দ্রুততমা মহিলা

অলিম্পিকে ১০০ মিটারে বোল্টের সময়
বেজিং অলিম্পিক-৯.৬৯ সেকেন্ড
লন্ডন অলিম্পিক-৯.৬৩ সেকেন্ডে
রিও অলিম্পিক-৯.৮১ সেকেন্ড

বেজিংয়ে বোল্টের পিছনে রিচার্ড থমসন (৯.৮৯ সেকেন্ডে)
লন্ডন অলিম্পিকে বোল্টের পিছনে দ্বিতীয় জোহান ব্লেক (৯.৭৫ সেকেন্ডে)
রিও অলিম্পিকে বোল্টের পিছনে দ্বিতীয় জাস্টিন গ্যাটলিন (৯.৮৯ সেকেন্ডে)

 

.