আজ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে বাকি দুটো দল

Updated By: Oct 18, 2017, 02:53 PM IST
আজ অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে বাকি দুটো দল

নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যেই উঠে গিয়েছে ছ'টি দল। আট দলের মধ্যে বাকি আর কোন দুটো দল থাকবে, তা জানা যাবে বুধবার। কারণ, শেষ ১৬-র লড়াইয়ে আজ রয়েছে শেষ দুটো ম্যাচ। ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, মালি, স্পেন এবং ইরান। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হয়ে যাবে ২১ অক্টোবর। তার আগে আজই দুই ম্যাচ থেকে দুটো দল উঠবে অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের শেষ আটে।

আরও পড়ুন "ভারত আসুক পাকিস্তানে খেলতে। গোটা লাহোর এক হয়ে দাঁড়াবে।" সম্প্রীতির বার্তা খালিলের

বুধবার, প্রথম ম্যাচে নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রতিযোগিতার হট ফেভারিট ঘানা এবং নাইজার। তেমন কোনও অঘটন না ঘটলে, এই ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার কথা ঘানার। এমনটাই দাবি করছেন ফুটবল বিশেষজ্ঞরা। দ্বিতীয় ম্যাচ কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে রাত আটটায়। সেই ম্যাচে মুখোমুখি হবে বিশ্বফুটবলের সবথেকে বড় শক্তি ব্রাজিল এবং হন্ডুরাস। বলার অপেক্ষা রাখে না, এই ম্যাচেও ফেভারিট কারা।

আরও পড়ুন  রঞ্জি ম্যাচে স্লিপে ৯ জন ফ্লিডার দাঁড় করিয়ে মনোজ ভাইরাল

.