৩৭ মিনিটেই চ্যাম্পিয়ন জোকার!
৩১ বছর বয়সী জোকারের সামনে এদিন অসহায় দেখাল প্রতিযোগিতার ১৩ নম্বর বাছাই চোরিচকে। কোনও প্রতিরোধই গড়তে পারলেন না বছর একুশের ক্রোট তারকা।
নিজস্ব প্রতিবেদন : অস্ত্রোপচারের পর কোর্টে ফিরে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন নোভাক জোকোভিচ।চলতি মরশুমে দুটি গ্র্যান্ড স্ল্যাম- উইম্বলডন ও ইউএস ওপেনে চ্যাম্পিয়ন। আর সাংহাই মাস্টার্স ফাইনালে তাঁর সামনে কার্যত দাঁড়াতে পারলেন না ক্রোয়েশিয়ার বোরনা চোরিচ। নোভাক জিতলেন ৬-৩, ৬-৪ গেমে, তাও মাত্র ৩৭ মিনিটে। সেইসঙ্গে এখানে এই নিয়ে চার বার সাংহাই মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন জোকার।
Believe. @SH_RolexMasters #RolexShMasters pic.twitter.com/meMbqvpdUs
— Novak Djokovic (@DjokerNole) October 14, 2018
ক্রোট প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন সার্বিয়ান তারকা। ৩১ বছর বয়সী জোকারের সামনে এদিন অসহায় দেখাল প্রতিযোগিতার ১৩ নম্বর বাছাই চোরিচকে। কোনও প্রতিরোধই গড়তে পারলেন না বছর একুশের ক্রোট তারকা। এটিপি-র নতুন ক্রমতালিকায় রজার ফেডেরারকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এলেন নোভাক জোকোভিচ। টানা ১৮ ম্যাচে জয়ী নোভাক তাড়া করছেন বিশ্বের এক নম্বর রাফায়েল নাদালকেও। টেনিস বিশ্লেষকরা বলছেন, এ ভাবে খেলে যেতে পারলে তাঁর এক নম্বরে ফিরে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মরশুমের শেষে কিন্তু সিংহাসনের খুব কাছে জোকার।