UEFA Nations League: শেষ মুহূর্তের গোলে জার্মানিকে আটকে দিল স্পেন

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা দুই দলেই ছিল বেশ কিছু নতুন মুখ।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 4, 2020, 02:15 PM IST
UEFA Nations League: শেষ মুহূর্তের গোলে জার্মানিকে আটকে দিল স্পেন
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচেই আটকে গেল জোয়াকিম লোর জার্মানি। শেষ মুহূর্তের গোলে জার্মানদের রুখে দিল স্প্যানিশরা। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা দুই দলের প্রথম সাক্ষাৎ ১-১ গোলে অমীমাংসীত থেকে গেল।

বৃহস্পতিবার রাতে জার্মানির স্টুটগার্টে উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল যে জার্মানি এবং স্পেন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা দুই দলেই ছিল বেশ কিছু নতুন মুখ। কিন্তু খেলায় অবশ্য তার ততটা প্রভাব পড়েনি। দুই দলই প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে। প্রথমার্ধ গোলশূন্য।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটে জার্মানিকে এগিয়ে দেন টিমো ওয়ার্নার। মিনিট দশেক পর অবশ্য আরও একটা সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। পিছিয়ে পরে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় স্প্যানিশরা। একের পর এক গোল মিসের মহড়া।

মনে হয়েছিল যে ওয়ার্নারের গোলে ম্যাচ জিতে নেবে জার্মানি। ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমে লুইস গায়ার গোলে ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল।

 

আরও পড়ুন - পাকিস্তান সফরে ধোনিকে চেয়েছিলেন সৌরভ!

 

.