UEFA Champions League: বিতর্কের পর ঘোষিত রাউন্ড অফ সিক্সটিন! কে খেলবে কার বিরুদ্ধে?

যত বিতর্ক ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে!

Updated By: Dec 13, 2021, 09:07 PM IST
UEFA Champions League: বিতর্কের পর ঘোষিত রাউন্ড অফ সিক্সটিন! কে খেলবে কার বিরুদ্ধে?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ড্র

নিজস্ব প্রতিবেদন: সুইজারল্যান্ডে উয়েফার সদর দফতরে নিয়নে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ( UEFA Champions League 2021-22 Round of 16) ড্র। ড্রয়ের শুরুতেই এদিন বিস্তর বিতর্ক বাঁধে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) নাম ভুল পটে (বাটিতে)পড়ে গিয়েছিল। ম্যান ইউয়ের সঙ্গে প্যারিস সাঁ জাঁ-কে (Paris Saint-Germain) এক সঙ্গে রাখা হয়েছিল। মানে ফুটবল বিশ্ব দেখতে চলেছিল লিওনেল মেসি (Lionel Messi) বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) দ্বৈরথ, যদিও তার আগে ম্যান ইউ আর ভিয়ারিয়ালকে (Villarreal) এক সঙ্গে রাখা হয়েছিল। এই দুই ক্লাব একই গ্রুপ থেকে এগিয়েছে। ফলে এটা হতে পারে না। উয়েফা পরে বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে, প্রযুক্তিগত সমস্যার জন্যই এমনটা হয়েছে। যদিও পরে উয়েফা ঘোষণা করে দেয় যে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে কে খেলবে কার বিরুদ্ধে।

আরও পড়ুন: Indian Cricket: NCA-র ডিরেক্টর হিসেবে নতুন ইনিংস শুরু করলেন VVS Laxman

দেখে নেওয়া যাক কে কার বিরুদ্ধে খেলছে:

আরবি সালজবার্গ বনাম বায়ার্ন মিউনিখ
(RB Salzburg vs Bayern Munich)

স্পোর্টিং বনাম ম্যাঞ্চেস্টার সিটি
(Sporting vs Manchester City)

বেনফিকা বনাম আয়াক্স
(Benfica vs Ajax)

চেলসি বনাম লিল
(Chelsea vs Lille)

অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
(Atletico Madrid vs Manchester United)

ভিয়ারিয়াল বনাম জুভেন্টাস
(Villarreal vs Juventus)

ইন্টার বনাম লিভারপুল
(Inter vs Liverpool)

পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ
(PSG vs Real Madrid)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.