IPL 2021: কোয়ারেন্টিন নয়, RT-PCR পরীক্ষার ফল নেগেটিভ হলেই নিলামে Entry
আইপিএল নিলামে অংশ নিতে চলা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকদের কাছে পৌঁছে গিয়েছে বোর্ডের নির্দেশিকা।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকতে হলেও ফ্র্যাঞ্চাইজি মালিকদের অবশ্য আইপিএল নিলামের আগে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে না। ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে বসতে চলেছে ২০২১ সালের আইপিএলের মিনি নিলামের আসর।
আইপিএল নিলামে অংশ নিতে চলা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকদের কাছে পৌঁছে গিয়েছে বোর্ডের নির্দেশিকা। RT-PCR test দু'বার নেগেটিভ হলেই নিলামে অংশ নিতে পারবেন তাঁরা। নিলামের ৭২ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করিয়ে সেই রিপোর্ট জমা দিতে হবে। ফের কোভিড পরীক্ষা হবে নিলামের দিন। দুটি টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তবেই নিলামে অংশ নিতে পারবেন।
আরও পড়ুন -IPL 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই মিনি নিলাম
বোর্ডের মেইলে বলা হয়েছে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির তরফে ১৩ জন সদস্য নিলামে অংশ নিতে পারবেন। ৮ জন থাকবেন অকসান টেবিলে আর ৫ জন বসতে পারবেন গ্যালারিতে। ট্রেডিং উইন্ডো বন্ধ হবে ১১ ফেব্রুয়ারি। ফের খুলবে ১৮ ফেব্রুয়ারি। তবে ২০২১ সালের আইপিএলের টাইটেল স্পনসর কে? তার উল্লেখ ওই মেইলে নেই।
আরও পড়ুন - Ind vs Eng: Covid-19 টেস্ট দিয়ে রুটদের স্বাগত Chennai-এ