Ind vs Eng: Covid-19 টেস্ট দিয়ে রুটদের স্বাগত Chennai-এ
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে এসেছে ব্রিটিশরা।
নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বুধবারই চেন্নাইয়ে পৌঁছে গেলেন জো রুটরা। শ্রীলঙ্কা থেকে বিশেষ বিমানে চেন্নাই পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। হোটেলে যাওয়ার আগে চেন্নাই বিমানবন্দরে ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ প্রত্যেকের কোভিড টেস্ট হয়।
Tamil Nadu: England Cricket team and staff arrive at Chennai Airport. The first Test of the four-match series between India and England will begin on 5th February at MA Chidambaram Stadium in Chennai. #INDvENG pic.twitter.com/NpWLJPIcnn
— ANI (@ANI) January 27, 2021
যাঁদের রিপোর্ট নেগেটিভ আসবে প্রাথমিক কোয়ারেন্টিন পর্ব শেষে তাঁরাই বায়ো বাবলে প্রবেশ করবেন। কারোর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে তাঁকে আইসোলেশনে রাখা হবে বলে চেন্নাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
England have arrived in India for their four-Test series, which begins in Chennai on 5 February.
Which player are you looking forward to watching?#INDvENG pic.twitter.com/ym1MrECeUE
— ICC (@ICC) January 27, 2021
আরও পড়ুন- এবার থেকে মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কার দেবে ICC
চেন্নাইতে অন্তত ছয় দিন কোয়ারেন্টিনে থাকতে হবে রুটদের। তারপর অনুশীলনে নামার সুযোগ পাবেন তাঁরা। তিন দিনের প্রস্তুতির পর প্রথম টেস্ট খেলতে নামবে। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু প্রথম টেস্ট। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে এসেছে ব্রিটিশরা।
আরও পড়ুন- IPL 2021: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই মিনি নিলাম