MS Dhoni: ভারতীয় দলে ধোনি ফিরতেই সোশ্যাল মিডিয়ায় আবেগের সুনামি
বিরাট কোহলিদের মেন্টর হিসেবে থাকছেন কিংবদন্তি ধোনি।
নিজস্ব প্রতিবেদন: এমনটা প্রত্যাশিত ছিল না। এমএস ধোনির (MS Dhoni) অতি বড় সমর্থকও ভাবতে পারেননি যে, ফের ভারতীয় দলের ড্রেসিংরুমে পাওয়া যাবে তাঁকে। বিসিসিআই-এর মাস্টারস্ট্রোকে কার্যত নড়ে গিয়েছে ধোনি ও ভারতীয় ক্রিকেটের ফ্যানেরা। আসন্ন টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার সঙ্গেই বোর্ড জানিয়ে দিয়েছে যে, মরুদেশে বিরাট কোহলিদের মেন্টর হিসেবে থাকছেন কিংবদন্তি ধোনি। আর বুধের রাতে এই খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় আবেগের সুনামি।
আরও পড়ুন: T20 World Cup: টিম ইন্ডিয়ার মেন্টর Dhoni, ভারতীয় দল ঘোষণা BCCI-র
(@BCCI) September 8, 2021
(@WasimJaffer14) September 8, 2021
(@RomanaRaza) September 8, 2021
(@cricketpun_duh) September 8, 2021
(@gauravkalra75) September 8, 2021
(@LoyalAshwinFan_) September 8, 2021
(@Kittykaran01) September 8, 2021
(@smileandraja) September 8, 2021
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি ভারত। ৩১ অক্টোবর নিউজিল্যান্ড ও ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন কোহলিরা। টি-২০ বিশ্বকাপে ভারতের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার),হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি। স্ট্যান্ড বাই- শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুর ও দীপক চাহার।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)