জানেন, কূলদীপকে কোথায় বল করতে বলেছিলেন ধোনি?
ওয়েব ডেস্ক: ইডেনেই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কূলদীপ যাদব। আর এবার তো একেবারে ইতিহাসে জায়গা করে নিলেন কূলদীপ। চেতন শর্মা এবং কপিল দেবের পর প্রথম ভারতীয় স্পিনার হিসেবে একদিনের ক্রিকেট ম্যাচে হ্যাটট্রিক করলেন কূলদীপ!ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার এবং কামিন্সকে ফিরিয়ে দিলেন পরপর তিন বলে। সেটাও কিনা ইডেনে। স্বাভাবিকভাবেই খুব খুশি উত্তরপ্রদেশের এই ক্রিকেটার। ম্যাচের শেষে জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনি কীভাবে তাঁকে প্রেরণা দিয়েছেন।
আরও পড়ুন জাপান ওপেন থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল
কূলদীপ যাদব বলেছেন, 'শুরুর দিকে আমি কিছুতেই বলটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারছিলাম না। ক্রিকেটে এমন হয়ই। যখন, কোনও কিছুই পরিকল্পনা অনুযায়ী ঠিক-ঠাক হয় না। আগের ম্যাচেই এক ওভারে তিনটে ছক্কা খেয়েছি। আমি তাই, মাহি ভাইকে জিজ্ঞাসা করলাম, কোথায়, কীভাবে বল ফেলব? মাহি ভাই বলল, তুঝে জ্যাসা লাগতা হ্যায় ও ডাল। আর তারপরেই আমার হ্যাটট্রিক।'
আরও পড়ুন ওয়েন রুনির সংসারে কি ভাঙন ধরতে চলেছে?