লিগ কাপে এগোচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটি

Updated By: Sep 22, 2017, 10:26 AM IST
লিগ কাপে এগোচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং ম্যাঞ্চেস্টার সিটি

ওয়েব ডেস্ক: লিগ কাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দুরন্ত ফর্ম অব্যাহত। মার্কস র‍্যাশফোর্ডের জোড়া গোলের সৌজন্যে বার্টনকে চার-এক গোল হারিয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেল ম্যান ইউ। রবিবারই এভার্টনকে ছয় গোলে হারিয়ে ছিল ম্যান ইউ। সেই দলের অধিকাংশ ফুটবলারই ছিলেন না বার্টন ম্যাচ। অবশ্য তাতে জয় আটকায়নি ম্যান ইউয়ের। ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন মার্কস র‍্যাশফোর্ড। তারপর সতেরো মিনিটে র‍্যাশফোর্ডের গোলে ব্যবধান বাড়ে রেড ডেভিলসের। ছত্রিশ মিনিটে জেসি লিনগার্ডের গোলে জয় নিশ্চিত হয়ে যায় ম্যান ইউয়ের। দ্বিতীয়ার্ধে দলের হয়ে চতুর্থ গোলটি করেন অ্যান্টনি মার্শাল। স্টপেজ টাইমে একটি গোল শোধ করে বার্টন । তবে তাতে জয় আটকায়নি ম্যান ইউয়ের।

আরও পড়ুন রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন করিম বেঞ্জিমা

অন্যদিকে, লিগ কাপে জয়ের ধারা অব্যাহত ম্যাঞ্চেস্টার সিটিরও। বুধবার ওয়েস্ট ব্রমউইচকে দুই-এক গোলে হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি। ইকায় গুন্ডোগানের শট গোলকিপার বাঁচালেও ফিরতি বলে গোল করে যান লেরয় সানে। দ্বিতীয়ার্ধে গোল করে ম্যান সিটিকে চাপে ফেলে দেয় ওয়েস্ট ব্রমউইচ। এক সময় মনে হচ্ছিল পয়েন্ট নষ্ট করতে হবে ম্যান সিটিকে। কিন্তু ম্যাচের শেষের দিকে ফের জ্বলে উঠেন সানে। অসাধারণ বাঁকানো শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন  লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে অঘটন ঘটাল রিয়াল বেটিস

.