দলবদলে জল মাপছে প্রয়াগ ইউনাইটেড
টোলগেকে কি আগামী মরসুমে মোহনবাগানের জার্সি গায়ে দেখা যাবে? ময়দানের সবচেয়ে বড় দলবদলের ঘটনার খবর মানতে নারাজ প্রয়াগ কর্তারা। বরং দলবদলে চমক দেওয়া প্রয়াগ ইউনাইটেড কর্তাদের দাবি, টোলগের সঙ্গে এখনও তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে একেবারে শেষমুহুর্তে যদি টোলগেকে না-পাওয়া যায়, তবে এশীয় কোটার ফুটবলার হিসেবে ভারতে খেলা কোনও বিদেশির দিকে নজর তাঁরা দেবেননা। সেক্ষেত্রে জাপান অথবা থাইল্যান্ড থেকে স্ট্রাইকার আনার ভাবনা রয়েছে প্রয়াগ কর্তাদের।
টোলগেকে কি আগামী মরসুমে মোহনবাগানের জার্সি গায়ে দেখা যাবে? ময়দানের সবচেয়ে বড় দলবদলের ঘটনার খবর মানতে নারাজ প্রয়াগ কর্তারা। বরং দলবদলে চমক দেওয়া প্রয়াগ ইউনাইটেড কর্তাদের দাবি, টোলগের সঙ্গে এখনও তাঁদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তবে একেবারে শেষমুহুর্তে যদি টোলগেকে না-পাওয়া যায়, তবে এশীয় কোটার ফুটবলার হিসেবে ভারতে খেলা কোনও বিদেশির দিকে নজর তাঁরা দেবেননা। সেক্ষেত্রে জাপান অথবা থাইল্যান্ড থেকে স্ট্রাইকার আনার ভাবনা রয়েছে প্রয়াগ কর্তাদের।
এদিকে বেলো রজ্জাকের সঙ্গে আগামী মরসুমে প্রয়াগ চুক্তিবদ্ধ হলেও, বাকি তিন বিদেশিকে ছেড়ে দেওয়ারই ভাবনা চিন্তা রয়েছে। রন্টির সঙ্গে চূড়ান্ত হয়ে যাওয়ায় জোসিমার ও ভিনসেন্ট এখন বাতিলের দলে। ভাল বিদেশি পেলে ইয়াকুবুকেও ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ইয়াকুবুর বদলি হিসেবে ইতিমধ্যে ভারতে খেলা বিদেশির খোঁজ শুরু করেছেন প্রয়াগ ইউনাইটেড কর্তারা। এদিকে মোহনবাগানের টিডির পদ থেকে সুব্রত ভট্টাচার্যের সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায়, প্রয়াগ কর্তারা কথা বলছেন তাঁর সঙ্গেও।