শেষমুহুর্তে বাতিল টোলগে-ইস্টবেঙ্গল বৈঠক
বৈঠকে সম্ভবত ইস্টবেঙ্গল বা টোলগেকে ডাকা হচ্ছে না। আইএফএ জমা দেওযা দুপক্ষের কাগজপত্র দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। টোলগের দেওয়া ৩টি শর্তের মধ্যে একটা মেনে নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। ইস্টবেঙ্গলের তরফ থেকে বৈঠকে হাজির থাকতে পারেন ফুটবল সচিব বাবু ভট্টাচার্য আর অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার।
টোলগে-ইস্টবেঙ্গলের নির্ধারিত বৈঠক বাতিল করল আইএফএ। পরিবর্তিত পরিস্থিতিতে আইএফএ-র প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শনিবার সম্ভবত বৈঠকে বসতে পারে স্ট্যাটাস কমিটি। টোলগে বিতর্কে আইএফএ-র প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে। শনিবারের বৈঠকেই সম্ভবত টোলগে ইস্যুতে তাদের সিদ্ধান্ত জানাবে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।
বুধবার ইস্টবেঙ্গল আর টোলগের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করেছিল আইএফএ। একেবারে শেষমুহুর্তে তা বাতিল করে দেন আইএফএ সচিব। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠকে সম্ভবত ইস্টবেঙ্গল বা টোলগেকে ডাকা হচ্ছে না। আইএফএ জমা দেওযা দুপক্ষের কাগজপত্র দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। টোলগের দেওয়া ৩টি শর্তের মধ্যে একটা মেনে নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। ইস্টবেঙ্গলের তরফ থেকে বৈঠকে হাজির থাকতে পারেন ফুটবল সচিব বাবু ভট্টাচার্য আর অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার।
অন্যদিকে বুধবার সকল থেকেই নতুন টিম নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান। চলতি মাসের শেষের দিকে ইস্টবেঙ্গলের বেশ কয়েকজন ফুটবলারের জাতীয় শিবিরে চলে যাওয়ার কথা।রবিনরা শিবিরে চলে গেলে প্রাক মরসুম প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে বলে মনে করেন মরগ্যান। নতুন মরসুম শুরুতেও ইস্টবেঙ্গল ক্লাব এখনও টোলগে-ময়। টোলগেকে মিস করলেও তাঁর পুরোনো সতীর্থরা জানিয়ে দিয়েছেন টোলগে না থাকায় দলে কোন প্রভাব পড়বে না।