Tokyo Paralympics 2020: পিস্তল চালিয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন Singhraj Adhana

 ফের পদক ভারতের ঝুলিতে

Updated By: Aug 31, 2021, 12:26 PM IST
Tokyo Paralympics 2020: পিস্তল চালিয়ে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন Singhraj Adhana

নিজস্ব প্রতিবেদন: টোকিয়োতে ইতিহাস লিখল ভারত। প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) মঙ্গলবার সকালেই ভারতের পদক সংখ্যা হয়ে গেল ৮। সৌজন্যে সিংরাজ আধানা (Singhraj Adhana)। এদিন ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ-ওয়ান ফাইনালে ২১৬.৮ পয়েন্টের সুবাদে আধানা ব্রোঞ্জ জেতেন।

সদ্যসমাপ্ত টোকিও অলিম্পিক্সে ভারতের ছিল সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স। ভারত সাতটি পদক জিতেছিল। প্যারালিম্পিক্সে এখনই চলে এল আটটি পদক। প্যারালিম্পিক্সে এর আগে ভারত কখনও এতগুলো পদক জেতেনি। নিঃসন্দেহে এক ঐতিহাসিক দিন বলাই যায়।

আরও পড়ুনIPL 2021: Suresh Raina যখন John Cena! সতীর্থের সঙ্গে করলেন এই আচরণ, রইল ভিডিয়ে

এদিন সিংরাজ ছাড়াও ভারতীয় শুটার মণীশ নরওয়াল ছিলেন লড়াইয়ে। মণীশ যোগ্যতা অর্জন রাউন্ডে শীর্ষে থাকলেও ফাইনালে হতাশ করেন। সাত নম্বরে শেষ করেন তিনি ১৩৫.৮ পয়েন্ট নিয়ে। অন্যদিকে সিংরাজ  যোগ্যতা অর্জন রাউন্ডে ছিলেন ছয়ে। কিন্তু দুরন্ত পারফরম্যান্সেই তিনি বাজিমাত করেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.