Tokyo Olympics 2020: অপ্রতিরোধ্য Sindhu, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ব্যাডমিন্টন তারকা

মাত্র ৪০ মিনিটে হারালেন জেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে।

Updated By: Jul 29, 2021, 07:41 AM IST
Tokyo Olympics 2020: অপ্রতিরোধ্য Sindhu, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ব্যাডমিন্টন তারকা

নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-তে জয়ের ধারা বজায় রাখলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধ (PV Sindhu)। ওমেনস সিঙ্গেলসের রাউন্ড অফ সিক্সটিনে ডেনমার্কের প্রতিপক্ষ Mia Blichfeldt-কে হেলায় হারালেন তিনি। মাত্র ৪০ মিনিটে খেলার ফল ২১-১৫, ২১-১৩। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রিও অলিম্পিক্সে রুপো জয়ী এই টেনিস তারকা।

#TokyoOlympics| Badminton, Women's singles Round of 16: PV Sindhu beats Denmark’s Mia Blichfeldt 21-15, 21-13 pic.twitter.com/GvaJAewICk

— ANI (@ANI) July 29, 2021

প্রথম ম্যাচে ইজরায়েলের পলিকারপভা সেনীয়াকের বিরুদ্ধে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু স্ট্রেট সেটে জিতে অভিযান শুরু করেছিলেন।  তারপর দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট গেমে হংকঙের চিউং ই-কে হারিয়েছিলেন তিনি। খেলার ফলাফল ছিল ২১-৯, ২১-১৬। ম্যাচ জুড়ে নিজেকে আনফোর্সড এরর থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন সিন্ধু। অন্যবারের তুলনায় জাম্প স্ম্যাশ(Jump Smash) বেশি ব্যবহার করেছিলেন ভারতীয় তারকা। 

.