ধোনির রেকর্ড ভাঙলেন থিসারা পেরেরা!
সেই সঙ্গে সাত নম্বরে বা তার নিচে ব্যাট করতে নেমে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : টেস্টের পর একদিনের সিরিজেও কিউইদের কাছে হার শ্রীলঙ্কার। কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচ হারলেও নজির গড়লেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৭৪ বলে ১৪০ রান করে রেকর্ড গড়লেন রেকর্ডও গড়লেন তিনি।
আরও পড়ুন - চার দিন পর ঘরে ফিরেছে 'সচিন', মজার টুইট সৌরভের!
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মৌনগানুইতে দ্বিতীয় একদিনের ম্যাচে এই নজির গড়েন থিসারা পেরেরা। প্রথমে ব্যাট করে কিউইরা ৭ উইকেট হারিয়ে ৩১৯ রান তোলে। ৩২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার টপ এবং মিডল অর্ডার রান না পেলেও ৭ নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করলেন থিসারা পেরেরা। ৭৪ বলে ১৪০ রানের ইনিংসে ১৩টি ছ্ক্কা হাঁকান তিনি। কোনও লঙ্কান ব্যাটসম্যান একদিনের ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছ্ক্কা মারার নজির গড়লেন তিনি। এর আগে ১৯৯৬ সালে ১১টি ছয় মেরেছিলেন সনত জয়সূর্য।
Despite an incredible 74-ball 140 from Thisara Perera, New Zealand triumphed in the 2nd ODI in Mount Maunganui by 21 runs. #NZvSL REPORT https://t.co/W1FCdt2DAK pic.twitter.com/jskRsPhcxu
— ICC (@ICC) January 5, 2019
সেই সঙ্গে সাত নম্বরে বা তার নিচে ব্যাট করতে নেমে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি। সরিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ২০০৭ সালে চেন্নাইয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে এশিয়া একাদশের হয়ে ১৩৯ রান করেছিলেন ধোনি। যদিও এই তালিকায় এক নম্বরে আছেন লিউক রঞ্চি (১৭০)। দু নম্বরে রয়েছেন মার্কাস স্টোইনিস (১৪৬)। ধোনিকে চার নম্বরে সরিয়ে তিন নম্বরে উঠে এলেন থিসারা পেরেরা। পেরেরার অনবদ্য ব্যাটিং স্বত্ত্বেও ম্যাচটি ২১ রানে হেরে যায় শ্রীলঙ্কা।