এবার বাবা হতে চলেছেন এই ভারতীয় ক্রিকেটার

কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার একেবারে সত্যি খবরটা সামনে এল। সৌজন্যে তাঁর স্ত্রীর ত্রৈমাসিক বেবি শাওয়ার। কিছুদিন আগেই বাবা হয়েছেন সুরেশ রায়না। এবার বাবা হচ্ছেন 'টিম ইন্ডিয়ার' আরেক সদস্য।

Updated By: Jun 10, 2016, 07:25 PM IST
এবার বাবা হতে চলেছেন এই ভারতীয় ক্রিকেটার

ওয়েব ডেস্ক : কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার একেবারে সত্যি খবরটা সামনে এল। সৌজন্যে তাঁর স্ত্রীর ত্রৈমাসিক বেবি শাওয়ার। কিছুদিন আগেই বাবা হয়েছেন সুরেশ রায়না। এবার বাবা হচ্ছেন 'টিম ইন্ডিয়ার' আরেক সদস্য।

২০১৫-র অক্টোবরে বিয়ে হয় হরভজন সিং ও গীতা বসরার। এপ্রিল মাসেই একবার কানাঘুষো শোনা গিয়েছিল বাবা হতে চলেছেন ভাজ্জি। এবার সামনে এল গীতা বসরার বেবি শাওয়ারের ছবি। সাদা রঙের ম্যাক্সি ড্রেসের সঙ্গে মাথায় ফুলের ক্রাউন। ছবিতে বেবি বাম্প নিয়ে গীতাকে দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে বেশ হইচই করছেন। বিয়ের পরই অবশ্য বলিউডে কেরিয়ার থেকে ব্রেক নিয়েছিলেন গীতা।

.