প্রতিপক্ষের জীবন বাঁচিয়ে নায়ক! FIFA Fair Play Award জিতে নিলেন ইতালির কিশোর Mattia Agnese
১৭ বছরের সেই কিশোর সেদিন বারবার সংজ্ঞা হারানো ফুটবলারের বুকে চাপ দিয়ে হার্ট সচল রাখার চেষ্টা করেছিলেন। চিকিৎসক না আসা পর্যন্ত সেই ফুটবলারকে এই ভাবেই বাঁচিয়ে রেখেছিলেন অগনিস (Mattia Agnese)।
নিজস্ব প্রতিবেদন: মাত্তিয়া অগনিস (Mattia Agnese), ১৭ বছরের এই কিশোর ফিফা ফেয়ার প্লে পুরস্কার (FIFA Fair Play Award) জিতে আজ সংবাদ শিরোনামে।
ফুটবল মাঠে তাক লাগানো কোনও পারফরম্যান্স নয়। ফিফার বর্ষসেরা পুরস্কারের মঞ্চে তাই অগনেসকে (Mattia Agnese) ডাচ কিংবদন্তি রুড গুলিট ( Ruud Gullit) বলেন, তুমি আমার নায়ক, আমাদের নায়ক।
Congratulations Mattia Agnese on winning the FIFA Fair Play Award. While playing for Ospedaletti, the teenager admirably saved the life of an opponent who had lost consciousness following a clash of heads #TheBest #FIFAFootballAwards pic.twitter.com/iGAzEIfpDq
— FIFA.com (@FIFAcom) December 17, 2020
হ্যাঁ অগনিস (Mattia Agnese) সত্যিই নায়ক! ইতালির অস্পেদেলাত্তির (Ospedaletti) ডিফেন্ডার জানুয়ারি মাসে কাইরেসের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারের জীবন বাঁচাতে বড় ভূমিকা নিয়েছিলেন। সংঘর্ষের পর মাঠে অজ্ঞান হয়ে পড়েছিলেন প্রতিপক্ষ দলের ফুটবলার। মানবিক দায়িত্ববোধ থেকেই সেদিন ছুটে গিয়েছিলেন অগনিস (Mattia Agnese)।
আরও পড়ুন- বাবার ক্লাবেই ছেলে, ম্যান ইউ-তে যোগ দিল 'জুনিয়র' Wayne Rooney
১৭ বছরের সেই কিশোর সেদিন বারবার সংজ্ঞা হারানো ফুটবলারের বুকে চাপ দিয়ে হার্ট সচল রাখার চেষ্টা করেছিলেন। চিকিৎসক না আসা পর্যন্ত সেই ফুটবলারকে এই ভাবেই বাঁচিয়ে রেখেছিলেন অগনিস (Mattia Agnese)। এই ভাবেই বেঁচে ওঠেন সেই ফুটবলার। আর এই দায়িত্ববোধই অগনিসকে (Mattia Agnese) এনে দিল ২০২০ সালের ফিফা ফেয়ার প্লে পুরস্কার (FIFA Fair Play Award)।
Mattia Agnese was acknowledged with the FIFA Fair Play Award after saving the life of an opponent who had lost consciousness #TheBest #FIFAFootballAwards
This is his story pic.twitter.com/SJQzpq6zYL
— FIFA.com (@FIFAcom) December 18, 2020
জানা গিয়েছে ইউটিউবে প্রাথমিক চিকিৎসার ভিডিয়ো দেখেই তিনি এই বিষয়ে শিক্ষা নিয়েছিলেন। আর সেই কারণেই সেদিন প্রতিপক্ষ দলের ফুটবলারের জীবন বাঁচাতে পেরেছিলেন।
২০১৭ সালে টোগোর ফুটবলার ফ্রাঙ্কোইস কোনে একইভাবে প্রতিপক্ষ ফুটবলারের জীবন বাঁচিয়ে ফেয়ার প্লে পুরস্কার (FIFA Fair Play Award) জিতেছিলেন।
আরও পড়ুন- ISL 2020-21: FC Goa-র বিরুদ্ধে জয়ের পর Bengaluru FC-র বিরুদ্ধে আত্মবিশ্বাসী ATK Mohun Bagan