The Ashes: প্রথম টেস্টের আগে Joe Root-দের বিরুদ্ধে মন্সতাত্বিক লড়াই শুরু করে দিলেন Pat Cummins

বেজে গেল মর্যাদার অ্যাসেজের দামামা। 

Updated By: Dec 5, 2021, 11:25 AM IST
The Ashes: প্রথম টেস্টের আগে Joe Root-দের বিরুদ্ধে মন্সতাত্বিক লড়াই শুরু করে দিলেন Pat Cummins
অভিজ্ঞ মিচেল স্টার্কের উপর ভরসা রাখছেন প্যাট কামিন্স। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে শুরু হচ্ছে মর্যাদার অ্যাসেজ (The Ashes)। তবে টেস্টের তিনদিন আগেই প্রথম টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। অজি অধিনায়কের এমন কান্ড দেখে দেশজ মিডিয়া ও প্রাক্তনদের দাবি টিম পেন কান্ডকে দূরে সরিয়ে বাইশ গজের যুদ্ধে নামার আগে এই ডানহাতি পেসার নাকি ইংল্যান্ডের (England) বিরুদ্ধে মন্সতাত্বিক লড়াই শুরু করে দিয়েছেন! 

যদিও জো রুট (Joe Root) সিরিজ শুরুর আগে প্রথম একাদশের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে কামিন্স রবিবার জানিয়ে দিলেন অজিদের প্রথম একাদশ। ওপেনিংয়ে মার্কাস হ্যারিসের সঙ্গে রয়েছেন ডেভিড ওয়ার্নার। জোরে বোলিংয়ে কামিন্সের সঙ্গে রয়েছেন দুই অভিজ্ঞ  মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। তবেও উসমান খোয়াজার বদলে ট্রাভিস হেডকে বেছে নিয়েছেন অজি অধিনায়ক। উইকেটকিপিং করবেন অ্যালেক্স ক্যারি। 

আরও পড়ুন: Exclusive: 'রাহুল যোগ্য লোক', টিম ইন্ডিয়ার নয়া কোচকে দরাজ সার্টিফিকেট Azhar-র

 

প্রথম একাদশ বেছে নেওয়ার পর কামিন্স বলেন, "মিডল অর্ডারের জন্য ট্রাভিস হেড ও উসমান খোয়াজার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়াটা কঠিন ছিল। দু'জনই দারুণ বিকল্প। উসমান খোয়াজার অভিজ্ঞতা দুর্দান্ত এবং আমরা ওকে দলে পেয়ে সত্যিই ভাগ্যবান মনে করি। তবে গত কয়েক বছর ধরে ট্রাভিস হেড আমাদের জন্য অনেক খেলেছে।”

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিঁয়, জস হ্যাজেলউড।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.