টেস্ট ক্রিকেটকে বাঁচাতে কী করতে হবে তার পরামর্শ দিলেন ওয়ার্ন

তিনি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন স্পিনারের বল যেমন ঘোরে, তার থেকে বৈচিত্রময় কম নয় তাঁর কথাও। বীরেন্দ্র সেহবাগ কথা বলায় এখন ক্রিকেটারদের মধ্যে সবথেকে জনপ্রিয় হয়ে উঠছেন। পিছিয়ে নেই শেন ওয়ার্নও। এবার ওয়ার্ন টেস্ট ক্রিকেটের বদলের অনেক কথা বললেন।

Updated By: Oct 31, 2016, 08:10 PM IST
টেস্ট ক্রিকেটকে বাঁচাতে কী করতে হবে তার পরামর্শ দিলেন ওয়ার্ন

ওয়েব ডেস্ক: তিনি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন স্পিনারের বল যেমন ঘোরে, তার থেকে বৈচিত্রময় কম নয় তাঁর কথাও। বীরেন্দ্র সেহবাগ কথা বলায় এখন ক্রিকেটারদের মধ্যে সবথেকে জনপ্রিয় হয়ে উঠছেন। পিছিয়ে নেই শেন ওয়ার্নও। এবার ওয়ার্ন টেস্ট ক্রিকেটের বদলের অনেক কথা বললেন।

আরও পড়ুন ভারত বনাম ইংল্যান্ডের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি নিজের কাছে রেখে দিন

একটি সাক্ষাত্‍কারে শেন ওয়ার্ন বলেছেন, 'টেস্ট ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ বোরিং হয়ে উঠছে দিনকে দিন। এভাবে চলতে থাকলে মানুষ আর টেস্ট ক্রিকেট দেখবেন কেন? টেস্ট ক্রিকেট খেলতে নেমে ক্যাপ্টেনদের আরও বেশি আক্রমণাত্মক হতে হবে। পিচ এরকম পাটা ব্যাটসম্যানদের সুবিধার কথা ভেবে করলে চলবে না। বরং, পিচ তৈরি হোক এমন, যার সুবিধা পাবে সবাই। স্পিনার বল করে মজা পাবে। পেসার বল করে মজা পাবে। আবার ব্যাটসম্যানও যেন রান পায়। তবেই না খেলটা বাঁচবে?'

আরও পড়ুন  এই বিষয়ে ইংরেজদের থেকে অনেক পিছনে ভারতীয়রা

.