ফ্লেমিংয়ের জন্মদিনে সচিনকে 'অসম্মান' করে ভিডিও পোস্ট অস্ট্রেলিয়ার!
২৪ এপ্রিল সচিনের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ড্যামিয়েন ফ্লেমিংয়েরও জন্মদিন। আর সেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটে একটি ভিডিও পাঠায়। সেই ভিডিওতে সচিনকে আউট করছেন ফ্লেমিং। এই দৃশ্য দেখানো হয়েছে। এতেই চটে লাল সচিন অনুরাগীরা।
নিজস্ব প্রতিবেদন: কাটা ঘায়ে নুনের ছিটে দিতে জুড়ি হীন অস্ট্রেলিয় ক্রিকেট। তার প্রমান বহুবার মিলেছে। এবার সচিন তেন্ডুলকরের ৪৫ তম জন্মদিনে নিম্ন রুচির পরিচয় দিল অস্ট্রেলীয় ক্রিকেট। যার জেরে চটে লাল সচিন অনুরাগীরা।
আরও পড়ুন- সচিনই ক্রিকেটের আসল মাস্টার: বিরাট
২৪ এপ্রিল সচিনের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ড্যামিয়েন ফ্লেমিংয়েরও জন্মদিন। আর সেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া টুইটে একটি ভিডিও পাঠায়। সেই ভিডিওতে সচিনকে আউট করছেন ফ্লেমিং। এই দৃশ্য দেখানো হয়েছে। এতেই চটে লাল সচিন অনুরাগীরা।
Some @bowlologist gold from the man himself - happy birthday, Damien Fleming! pic.twitter.com/YcoYA8GNOD
— cricket.com.au (@CricketAus) April 24, 2018
তাদের সাফ কথা ক্রিকেট মাঠে সচিন-ফ্লেমিং দ্বৈরথের কথা সবাই জানেন। সচিন বহুবার ফ্লেমিংয়ের বলকে বেধড়ক পিটিয়েছেন। তাহলে হঠাত্ করে সচিনকে তার জন্মদিনে ছোট করার জন্য এরকম ভিডিও পাঠানোর মানে কি? সচিন অনুরাগীদের অভিযোগ দুই ক্রিকেটারই কিংবদন্তী। তাই উভয়কেই জন্মদিনে সম্মান জানানো উচিত। নিজের দেশের ক্রিকেটারকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিকে যেভাবে ছোট করেছে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া তা নিন্দনীয়।
আরও পড়ুন- বিশ্বকাপের সূচি বদল, পিছল ভারতের ম্যাচ