IND vs NZ: ভারতের ব্যাটিং ভরাডুবি, বিশ্রাম নিক Rahane-Pujara! দাবি নেটিজেনদের
ভারতের ব্যাটিং ব্যর্থতায় নেটিজেনরা রীতিমতো হতাশ।
নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ভরাডুবি দেখে রীতিমতো হতাশ ক্রিকেট অনুরাগীরা। তৃতীয় দিনের ১৪ রানের (৬৩ রানে এগিয়ে) পুঁজি নিয়ে চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নেমেছিলেন ময়াঙ্ক আগরওয়াল (৪) ও চেতেশ্বর পূজারা (৯)।
হাতে ৯ উইকেট নিয়ে কানপুরে রবিবার খেলা শুরু করেছিল ভারত। কিন্তু মধ্যাহ্ণ ভোজের বিরতিতেই ভারত ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে দেয়। ময়াঙ্ক ১৭ রানে ও পূজারা ২২ রানে ফিরে যান। এরপর চারে ব্যাট করতে আসা স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে মাত্র ৪ রানে এলবিডব্লিউ হয়ে যান। এরপর রবীন্দ্র জাদেজাও ফিরে যান কোনও রান না করে।
আরও পড়়ুন: INDvsNZ: বলে তারিখ বিভ্রাট! দেওয়ালে দাঁড় করাও Surya Kumar-কে, Axar-কে ট্রোল Wasim Jaffer-এর
Time to drop both Rahane & Pujara.. Rahane after this test & Pujara next series.
(@CricketJeevi) November 28, 2021
BCCI should manage Rahane and Pujara's workload
They get tired from consecutive backing without scoring consistently in the only format they play. pic.twitter.com/WXUS4jk56k(@meme_ki_diwani) November 28, 2021
Imagine this performance of Rahane and Pujara was given by Rohit and Virat. Social media would have crashed with troll tweets.
(@NextBiIIionairs) November 28, 2021
What is the need to keep Rahane in the team, why new faces are not seen @BCCI @SGanguly99
(@BdkBappa) November 28, 2021
ভারতের ব্যাটিং ব্যর্থতায় নেটিজেনরা রীতিমতো হতাশ। তাঁদের নিশানায় কানপুরে টেস্টের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন। ফের একবার রাহানে-পূজারা ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ। আরও একবার 'ফ্লপ শো' তাঁদের। ক্রিকেট ফ্যানরা চাইছেন ভারতের এই দুই সিনিয়ার ক্রিকেটার এবার বিশ্রামে যাক। ট্যুইটারে রাহানে-পূজারাকে নিয়েই ঝড় উঠেছে।