নতুন ভাষা শিখছেন ভারত অধিনায়ক, ভাইরাল ভিডিও
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পর পর তিনটি ম্যাচ জিতে নিদহাস ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। কলোম্বোয় ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া।
নিজস্ব প্রতিবেদন : প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পর পর তিনটি ম্যাচ জিতে নিদহাস ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। কলোম্বোয় ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া।
Fitness first - India's Gen Next hit the gym
Here’s a sneak peek into the young Indian brigade’s intense workout session
https://t.co/cGa6fByGMa pic.twitter.com/rQXiI4WeOl
— BCCI (@BCCI) March 16, 2018
সুইমিং পুল থেকে জিম সেশন খোস মেজাজে রয়েছেন সুন্দর, কার্তিক, শর্দুলরা। আর এসবের মাঝেই নতুন ভাষা শিখছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।শ্রীলঙ্কার দুই ক্রিকেট ফ্যানের কাছে সিংহলি ভাষা শিখছেন রোহিত। বিসিসিআই সেই ভিডিও টুইটারে পোস্ট করেছে। আর তারপরে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
Looks like #TeamIndia Captain @ImRo45 is taking lessons in Sinhala!
Fun video out soon on https://t.co/Z3MPyesSeZ pic.twitter.com/r4134s8FaU
— BCCI (@BCCI) March 16, 2018
টিম ইন্ডিয়ার হিটম্যান নিদহাস ট্রফিতে শুরুর দিকে ফর্মে ছিলেন না। তবে শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৮৯ রান করে ফর্মে ফিরেছেন রোহিত। সেই বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে ভারত অধিনায়কের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে গোটা দল।
আরও পড়ুন - নভেম্বরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ ইডেনে