নির্বাসন থেকে রেহাই পেলেন সাকিব!

বাংলাদেশ অধিনায়ক সাকিব উল হাসান ও নুরুল হাসানের ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।  

Updated By: Mar 17, 2018, 05:12 PM IST
নির্বাসন থেকে রেহাই পেলেন সাকিব!
সৌজন্যে-টুইটার

নিজস্ব প্রতিবেদন : চোট সারিয়ে বাংলাদেশের অধিনায়ক হিসেবে ফিরেই বড়সড় শাস্তির মুখে পড়তে চলেছিলেন সাকিব আল হাসান। তবে ভারতের বিরুদ্ধে ফাইনালে নামার আগে বড় শাস্তির হাত থেকে রেহাই পেলেন সাকিব। আপাতত স্বস্তি টাইগারদের শিবিরে। বাংলাদেশ অধিনায়ক সাকিব উল হাসান ও নুরুল হাসানের ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।  

আরও পড়ুন- মাঠের কথা মাঠেই থাকা উচিত্ বললেন সাকিব

শুক্রবার প্রেমাদাসায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের শেষ ওভারে বাউন্সারে নো বল বিতর্কের জেরে ফোর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এমনকী ব্যাটসম্যানদের মাঠ থেকে উঠে আসতে বলেন অধিনায়ক সাকিব। শেষপর্যন্ত ম্যানেজার খালেদ মাহমুদের নির্দেশে মাঠে ফিরে যান মাহমুদুল্লারা।  থামান ব্যাটসম্যানদের। প্রথম একাদশের বাইরে থাকা নুরুল হাসানও শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন।

আইসিসি-র কোড অব কন্ডাক্টের ২.২.২ আর্টিকেল ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন সাকিব উল হাসান। একই অপরাধে শাস্তি হয়েছে নুরুল হাসানেরও। দু জনেরই ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

আরও পড়ুন- বাংলাদেশের ড্রেসিংরুমের সামনে ভাঙা কাঁচ!

.