India vs England: চতুর্থ টেস্টেও অনায়াস জয়, World Test Championship-র ফাইনালে Kohli-রা
স্পিনারদের দাপটে ধরাশায়ী ইংল্যান্ড (England)।
নিজস্ব প্রতিবেদন: এক ইনিংস ও ২৫ রান। স্পিনারদের দাপটে চতুর্থ টেস্টেও ইংল্যান্ডের বিরুদ্ধে অনায়াস জয় পেল ভারত। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi) তিনদিনে বাজিমাত করলেন বিরাট কোহলিরা। পৌঁছে গেলেন ওয়ার্ল্ড টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।
এর আগে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত, তখন ডনের দেশেও প্রথম টেস্টে জয় অধরা ছিল। তবে পরের দুটি টেস্টে জিতে সিরিজে পকেটে পুরেছিল ভারতই। এবার ঘরের মাঠে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ফের একই ঘটনা ঘটল। দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল ও অশ্বিন। হিসেবটা একেবারে পরিষ্কার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে চতুর্থ টেস্টে জয় কিংবা নিদেনপক্ষে ড্র করতেই হতে টিম ইন্ডিয়াকে। যদিও ড্র নয়, টেস্টের প্রথম দিন থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন অশ্বিন-রাহানেরা। তার ফলও মিলল হাতেনাতেই।
That victory against England means India finish the league phase of the inaugural ICC World Test Championship with a fine view from the top of the table INDvENG WTC21 pic.twitter.com/rXFiKPXdB7
— ICC (@ICC) March 6, 2021
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটে কিংবদন্তি সুনীল গাভাসকারের ৫০ বছর পূর্তি; দেখুন গ্যালারি
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ইনিংসে গোটা একটা দিনও ব্যাট করতে পারেননি ইংরেজ ব্যাটসম্যানরা। তাঁদের ইংনিস শেষ হয়ে যায় মাত্র ২০৫ রানে। বস্তুত, প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ভারতও। তবে সেই ধাক্কা সামলে দলকে ১৬০ রানে লিড এনে দেন ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল। ঋষভ সেঞ্চুরি করেন, কিন্তু মাত্র ৪ রানের জন্য শতরান অধরা থেকে যায় ওয়াশিংটনের। উল্টোদিকের ব্যাটসম্যানরা সকলে আউট হয়ে গেলেও, ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি।
C.H.A.M.P.I.O.N.S! #TeamIndia Paytm INDvENG pic.twitter.com/i4KWDxx2Ml
— BCCI (@BCCI) March 6, 2021
এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। স্কোরবোর্ডে তখন মাত্র ৬৫ রান, ড্রেসিংরুমে ফেরেন দলের ৬ জন ব্যাটসম্যান। এরপর যা হওয়ার, তাই হয়। স্পিনের দাপটে ১৩৫ রানেই অলআউট ইংল্যান্ড। সর্বোচ্চ ৫০ রান করেন রান লরেন্স।