Team India, Asia Cup 2022 : কেন বিদায় নিয়েছিল রোহিতের তারকাখচিত ভারত? ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Team India, Asia Cup 2022 : বোর্ডের সেই কর্তা যতই সাফাই দেওয়ার চেষ্টা করুন, তথ্য বলছে আফগানিস্তান এবং হংকং ম্যাচ ছাড়া বাকি তিনটি কঠিন বিপক্ষের বিরুদ্ধে মাঝের ওভারগুলিতে ভারতীয় দলের রান রেট আটের কম ছিল। 

Updated By: Sep 14, 2022, 08:12 PM IST
Team India, Asia Cup 2022 : কেন বিদায় নিয়েছিল রোহিতের তারকাখচিত ভারত? ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বিদায়ের পর মুখ ঢেকে রেখেছিলেন রোহিত শর্মা। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2022) ফাইনালে উঠতে কেন পারল না তারকাখচিত টিম ইন্ডিয়া  (Team India)? কেনই বা সুপার ফোর রাউন্ডে লাগাতার পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে লজ্জাজনক  হার হজম করতে হল? রোহিত শর্মার (Rohit Sharma) দল দেশে ফেরার পরেই এশিয়া কাপের ভরাডুবির জন্য হারের ময়নাতদন্ত করল বিসিসিআই (BCCI)। সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022)। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া (Australia) ও দক্ষিণ আফ্রিকার (South Africa) মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। তবে তাই বলে এশিয়া কাপ থেকে লজ্জাজনক বিদায় ভুলতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

এশিয়া কাপের প্রায় প্রতিটি ম্যাচেই ৭ থেকে ১৫ নম্বর ওভারের মধ্যে ভাল পারফর্ম করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav), ঋষভ পন্থ (Rishbah Pant), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), দীপক হুডা (Deepak Hooda) সম্বলিত মিডল অর্ডার একেবারে ফ্লপ। মাঝের ওভারগুলিতে শুধু যে রানের গতি কমেছে তা নয়, সেই সঙ্গে নিয়মিত উইকেটও খুইয়েছে ভারত। সেইজন্য স্লগ ওভারে দ্রুত গতিতে রান তোলা যায়নি। হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও রোহিতের সঙ্গে আলোচনার পর এমনই তথ্য সামনে এসেছে। অর্থাৎ বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে হলে মাঝের এই ওভারগুলিতে আরও ভাল পারফর্ম করতে হবে টিম ইন্ডিয়াকে। এটা দিনের আলোর মতো পরিষ্কার।  

আরও পড়ুন: T20 World Cup 2022 : কোন তারকা ব্যাটারকে ছেঁটে দল গড়ল শাকিবের বাংলাদেশ? জানতে পড়ুন

আরও পড়ুন: Sourav Ganguly and Jay Shah : সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়, ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকছে সৌরভ-জয় শাহ জুটি

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড জানিয়েছেন, 'আমরা এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছি। তবে সমস্যা নিয়ে নয়, সেগুলির সমাধান কীভাবে সম্ভব, সেটা নিয়েই মূল আলোচনা হয়েছে। ইনিংসের মাঝের ওভারগুলোয় আমাদের ব্যাটিং ভাল হয়নি। বিশেষ করে ইনিংসের সাত থেকে ১৫ ওভারের মধ্যে পারফরম্যান্স ছিল হতাশাজনক। আর এই সমস্যার কথা কোচ বা অধিনায়কের অজানা নয়। তবে আশা করি এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারব। কারণ আমাদের হাতে একাধিক বিশ্বমানের ম্যাচ উইনার আছে।'

তবে বোর্ডের সেই কর্তা যতই সাফাই দেওয়ার চেষ্টা করুন, তথ্য বলছে আফগানিস্তান এবং হংকং ম্যাচ ছাড়া বাকি তিনটি কঠিন বিপক্ষের বিরুদ্ধে মাঝের ওভারগুলিতে ভারতীয় দলের রান রেট আটের কম ছিল। একমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে এই ওভারগুলিতে নয় রানের বেশি তুলেছে ভারতীয় দল। বিশ্বকাপে এই ওভারগুলিতে পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে সমস্যায় পড়তে হবে টিম ইন্ডিয়াকে। সেটা দল নির্বাচনের সময়ই টিম ম্যানেজমেন্টকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন এই সমস্যা কাটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.