মোহনবাগানেও আধুনিক টিম বাস
ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানেও এসে গেল আধুনিক টিম বাস। বুধবার সকালেই মোহনবাগান ক্লাবে এল আধুনিক টিম বাস। ৪৫ আসন বিশিষ্ট এই শীতাতপনিয়ন্ত্রিত বাসে রয়েছে টেলিভিশন, মিউজিক সিস্টেম।
ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানেও এসে গেল আধুনিক টিম বাস। বুধবার সকালেই মোহনবাগান ক্লাবে এল আধুনিক টিম বাস। ৪৫ আসন বিশিষ্ট এই শীতাতপনিয়ন্ত্রিত বাসে রয়েছে টেলিভিশন, মিউজিক সিস্টেম। ৪ ফেব্রুয়ারির পর থেকে ওই নতুন বাসে চেপেই আই লিগের হোম ম্যাচ খেলতে যাবেন ওডাফা-ব্যারেটোরা।
দলের সদস্য-সমর্থকদের প্রতি ক্লাব সচিবের আবেদন, দল হারলে যেন আক্রমণের লক্ষ্য না হয় ক্লাবের এই বাস। তবে যতই আবেদন করুন, শনিবার বড় ম্যাচের আগে টিম বাস নামানোর ঝুঁকি নিচ্ছেন না ক্লাবকর্তারা। ক্লাব সূত্রে খবর, দলের মূল স্পনসর ইউবি গ্রুপের শহর বেঙ্গালুরু থেকে এই আধুনিক টিম বাস এসেছে। দলের টিম বাস চলে আসার পর আগামী দু`সপ্তাহের মধ্যে মোহনবাগান ক্লাবে তৈরি হবে ফুডকোর্টও।