সিডনিতে নেই Umesh Yadav, টেস্ট অভিষেক হতে পারে Natarajan-এর!

নিজস্ব প্রতিবেদন:  মেলবোর্নে  (Melbourne) দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে কাফ মাসেলে চোট পেয়ে যন্ত্রনায় মাঠ ছাড়েন ভারতীয় পেসার উমেশ যাদব (Umesh Yadav)। সিডনিতে (SCG) তৃতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় পেসার। উমেশ যাদবের (Umesh Yadav) পরিবর্তে দলে কে?

মহম্মদ শামির (Mohammed Shami) পর উমেশ যাদব (Umesh Yadav)। অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের মাঝে পর পর দুই ভারতীয় পেসারের চোট উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় শিবিরে। ইতিমধ্যেই শামির পরিবর্তে নির্বাচকরা শর্দুল ঠাকুরকে (Shardul Thakur) দলে নিয়েছে। টেস্ট দলে রয়েছেন আর এক পেসার নভদীপ সাইনিও (Navdeep Saini)। উমেশ যাদবের  (Umesh Yadav) পরিবর্তে টেস্ট দলে ঢুকতে পারেন বাঁ হাতি পেসার থঙ্গরসু নটরাজন (Thangarasu Natarajan)। এমনকী সিডনিতে টেস্ট অভিষেক হতে পারে বাঁ হাতি পেসারের। মেলবোর্নে টেস্ট অভিষেকে অবশ্য নজর কেড়েছেন মহম্মদ সিরাজ।

আরও পড়ুন- পয়া মেলবোর্নে নয়, তৃতীয় টেস্ট ভারত কোথায় খেলবে, জানাল Cricket Australia

অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হয়েছে নটরাজনের (T Natarajan)। জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকেই নজরকাড়া পারফরম্যান্স তামিলনাডুর ২৯ বছর বয়সী পেসার টি নটরাজনের (T Natarajan)। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে চার ম্যাচে এখন পর্যন্ত ৮টি উইকেট নিয়েছেন। সূত্রের খবর, এবার সিডনিতে লাল বলে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে নটরাজনের (T Natarajan)। প্রসঙ্গত নেট বোলার হিসেবে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে গিয়েছেন তিনি।

আরও পড়ুন- ওয়েল ডান অজিঙ্ক রাহানে: Sourav Ganguly

English Title: 
T Natarajan could make his Test debut at the SCG
News Source: 
Home Title: 

সিডনিতে নেই Umesh Yadav, টেস্ট অভিষেক হতে পারে Natarajan-এর!

সিডনিতে নেই Umesh Yadav, টেস্ট অভিষেক হতে পারে Natarajan-এর!
Caption: 
ছবি: সংগৃহীত
Yes
Is Blog?: 
No
Section: