Shahbaz Ahmed, Syed Mustaq Ali T20: দুরন্ত অলরাউন্ডার শাহবাজ, গতবারের চ্যাম্পিয়ন তামিলনাড়ুকে ৪৩ রানে উড়িয়ে দিল বাংলা

Shahbaz Ahmed, Syed Mustaq Ali T20: মুস্তাক আলিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে ওড়িশাকে হারিয়ে দেয় অভিমন্যু ঈশ্বরনের দল। রবিবার তৃতীয় ম্যাচে তামিলনাড়ুর মতো শক্তিশালী দলকেও উড়িয়ে দিলেন মুকেশ কুমার-ঋত্বিক রায়চৌধুরীরা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলা তোলে ১৬৪ রান।

Reported By: সব্যসাচী বাগচী | Updated By: Oct 16, 2022, 03:41 PM IST
Shahbaz Ahmed, Syed Mustaq Ali T20: দুরন্ত অলরাউন্ডার শাহবাজ, গতবারের চ্যাম্পিয়ন তামিলনাড়ুকে ৪৩ রানে উড়িয়ে দিল বাংলা
ব্যাটে-বলে ফের দাপট দেখালেন শাহবাজ আহমেদ। ফাইল চিত্র

সংক্ষিপ্ত স্কোর :
বাংলা ১৬৪/৬ (২০)
শাহবাজ আহমেদ ৪২* (২৭) 
অভিমন্যু ঈশ্বরন ৩৮ (৩৬)

তামিলনাড়ু ১২১/৯ (২০)
শাহবাজ আহমেদ ৩/১৩
প্রদীপ্ত প্রামাণিক ২/১৩

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ময়দানে একটা প্রবাদ গত দুই-তিন মরসুম থেকে চালু হয়েছে। 'শীত, গ্রীষ্ম, বর্ষা। শাহবাজ আহমেদই (Shahbaz Ahmed) ভরসা।' একটা সময় বঙ্গ ক্রিকেট সংস্থা যাকে বয়স ভাঁড়ানোর অভিযোগে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল, সেই শাহবাজই সব ফরম্যাটে বাংলার ভরসা। ব্যাটিং-বোলিং সব বিভাগেই নিজের জাত চিনিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। এখনও ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। সেই ছন্দ বজায় রেখে টিম ইন্ডিয়ার (Team India) পর এবার চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (Syed Mustaq Ali T20 2022) শাহবাজ ম্যাজিক বজায় রয়েছে। তাঁর দাপটে গতবারের চ্যাম্পিয়ন তামিলনাড়ুকে (Tamil Nadu) ৪৩ রানে উড়িয়ে দিল বঙ্গব্রিগেড। বিপক্ষে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), বাবা অপরাজিতের (Baba Aparajith) মতো বড় নাম থাকলেও, লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) দলের কাছে পাত্তাই পেল না। 

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে একদিনের সিরিজ়ে দেশের জার্সিতে অভিষেক হয় শাহবাজ়ের। আইপিএল-এ (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও বাংলার হয়ে ধারাবাহিকভাবে ভাল খেলার জন্যই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বাংলার প্রতি দায়বদ্ধতা এতটুকু কমেনি। রবিবার ফের একবার চাপের মুখে নেমেই ব্যাট চালালেন। ২৭ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। তিনটি চার এবং দু’টি ছক্কা হাঁকান তিনি। বল হাতে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন শাহবাজ়। এরমধ্যে রয়েছে বাবা অপরাজিত, ওয়াশিংটন সুন্দরের মূল্যবান উইকেট।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

টিমম্যান ও ম্যাচ উইনার শাহবাজের পারফরম্যান্সে মুগ্ধ বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী (Sourasish Lahiri)। তিনি টেলিফোনে বলেন, 'খুব কম ক্রিকেটার শুরু থেকেই দলের সম্পদ হয়ে যায়। শাহবাজ সেই স্তরের ক্রিকেটার। শাহবাজ বাংলার হয়ে অভিষেক ঘটানোর পর থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছে। ওর সাকসেস রেট শুধু বাংলা কেন, ভারতের ঘরোয়া ক্রিকেটে বাকিদের থেকেও অনেক ভালো। এবং সবচেয়ে বড় কথা শাহবাজের এখনও মাথা ঘুরে যায়নি। সেইজন্য শাহবাজ পারফর্ম করে যাচ্ছে।'  

আরও পড়ুন: Sourav Ganguly: আইসিসি না সিএবি! আগামি ৪৮ ঘন্টায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ

আরও পড়ুন: IND vs PAK, ICC T20 World Cup 2022: পাকিস্তানের মহড়া নেওয়ার জন্য আটদিন আগে কোন বড় সিদ্ধান্ত নিলেন রোহিত? জেনে নিন

মুস্তাক আলিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে ওড়িশাকে হারিয়ে দেয় অভিমন্যু ঈশ্বরনের দল। রবিবার তৃতীয় ম্যাচে তামিলনাড়ুর মতো শক্তিশালী দলকেও উড়িয়ে দিলেন মুকেশ কুমার-ঋত্বিক রায়চৌধুরীরা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলা তোলে ১৬৪ রান। অভিমন্যু ৩৬ বলে ৩৮ রান করেন। সুদীপ কুমার ঘরামি মারকাটারি মেজাজে ব্যাট ঘুরিয়ে করেন ১৪ বলে ২৭ রান। অভিষেক পোড়েল খালি হাতে ফেরার সময় বাংলা ৭৩ রানে ৩ উইকেট হারায়। এরপর দলের রান যখন ১০৩, তখন ফিরে যান অভিমন্যু। তবে এতে তামিলনাড়ু বিশেষ সুবিধা করতে পারেনি। ঋত্বিক এবং শাহবাজ পালটা আক্রমণ চালাতে শুরু করেন। ঋত্বিক ৩২ রান করে আউট হয়ে গেলেন শাহবাজ় অপরাজিত থাকেন ৪২ রান করে। 

বল হাতেও দাপট দেখান বাংলার বোলাররা। তামিলনাড়ুর ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১২১ রানে। শুরুতেই বিপক্ষের ব্যাটিংয়ে ধাক্কা দেন আকাশ দীপ ও প্রদীপ্ত প্রামাণিক। তারপর গতবারের বিজয়ীদের মিডল অর্ডারে ধস নামান ভারতীয় দল থেকে ফিরে আসা শাহবাজ ও মুকেশ। প্রদীপ্ত ১৩ রানে ২ ও মুকেশ ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন। ১৮ অক্টোবর অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সিকিমের বিরুদ্ধে মাঠে নামবে বাংলা।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.