মুম্বইয়ের হয়ে অভিষেক সচিনপুত্র Arjun-এর

মুম্বই সিনিয়র দলের হয়ে অভিষেকটা মোটেই ভাল হল না অর্জুনের। হরিয়ানার কাছে ম্যাচটি হেরে যায় মুম্বই।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 15, 2021, 03:27 PM IST
মুম্বইয়ের হয়ে অভিষেক সচিনপুত্র Arjun-এর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে মুম্বই সিনিয়র দলে অভিষেক হল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের। মুস্তাক আলিতে এলিট E গ্রুপের ম্যাচে মুম্বইয়ের BKC গ্রাউন্ডে ২১ বছর বয়সী অর্জুনের অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গেই আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন। অর্থাত্ এবার থেকে নিলামে অংশ নিতে পারবেন তিনি।

 

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের ২২ জনের স্কোয়াডে ছিলেন অর্জুন। আজ হরিয়ানার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামলেও একটি বলও খেলতে পারেননি তিনি। আর ৩ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। অভিষেকেই সিকে বিষ্ণই-এর উইকেট তুলে নেন অর্জুন। কিন্তু মুম্বই সিনিয়র দলের হয়ে অভিষেকটা মোটেই ভাল হল না অর্জুনের। হরিয়ানার কাছে ম্যাচটি হেরে যায় মুম্বই।

আরও পড়ুন- Ind vs Aus: এক সিরিজে ২০ ক্রিকেটার, বর্ডার-গাভাসকর ট্রফিতে নজির Team India-র

গত কয়েক বছর ধরেই মুম্বই-এর বয়স ভিত্তিক দলের হয়ে খেলতে দেখা গিয়েছে অর্জুনকে। শুধু তাই নয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলেরও প্রতিনিধিত্ব করেছেন সচিনপুত্র। পাশাপাশি টিম ইন্ডিয়ার নেটেও বোলিং করতে দেখা গিয়েছে তাঁকে। ২০২০ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের শিবিরেও দেখা গিয়েছে তাঁকে। নেট বোলার হিসেবে ছিলেন তিনি।

আরও পড়ুন- Syed Mushtaq Ali Trophy: হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলার

.