শততম শতরান অধরা সিডনিতেও
সিডনি টেস্টেও প্রথম ইনিংসে শতরান করা থেকে বঞ্চিত হলেন সচিন তেন্ডুলকর। তা সত্বেও প্রাক্তন ক্রিকেটারদের বিশ্বাস সচিন সিডনিতেই শততম শতরান করবেন। যখন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবং অন্যান্য ক্রিকেটাররা সচিনকে নানা ভাবে চাপে রাখার চেষ্টা করছে।
সিডনি টেস্টেও প্রথম ইনিংসে শতরান করা থেকে বঞ্চিত হলেন সচিন তেন্ডুলকর। তা সত্বেও প্রাক্তন ক্রিকেটারদের বিশ্বাস সচিন সিডনিতেই শততম শতরান করবেন। যখন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবং অন্যান্য ক্রিকেটাররা সচিনকে নানা ভাবে চাপে রাখার চেষ্টা করছে। সেই সময় ১৮০ ডিগ্রী ঘুরে গিয়ে প্রাক্তন অসি পেসার স্টুয়ার্ট ক্লার্ক সচিনকে একজন প্রবাদপ্রতীম ব্যাটসম্যান বলে মন্তব্য করলেন। তাঁর দাবি মানসিক দৃঢ়তার জন্যই বিশ্ব ক্রিকেটে সচিন এই জায়গায় পৌঁছতে পেরেছেন, পাশাপাশি সচিনকে বর্তমানের ব্র্যাডম্যান বলে মন্তব্য করেছেন স্টুয়ার্ট। পরিসংখ্যান ভিত্তিতে ক্লার্ক দাবি করেছেন সচিনের অন্যতম পচ্ছেন্দের মাঠ সিডনিতেই তিনি শততম শতরানের নজির গড়বেন।