সিডনিতেও হার ভারতের

সিডনি টেস্টে ইনিংসে হারল ভারত। গৌতম গম্ভীর,সচিন,লক্ষ্মণ,অশ্বিনের লড়াই সত্বেও ইনিংস এবং ৬৮ রানে হারতে হল ধোনিবাহিনীকে। এর ফলে বিদেশের মাটিতে টানা ৬টি টেস্টে হারল ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল।

Updated By: Jan 3, 2012, 09:27 AM IST

সিডনি টেস্টে ইনিংসে হারল ভারত। গৌতম গম্ভীর,সচিন,লক্ষ্মণ,অশ্বিনের লড়াই সত্বেও ইনিংস এবং ৬৮ রানে হারতে হল ধোনিবাহিনীকে। এর ফলে বিদেশের মাটিতে টানা ৬টি টেস্টে হারল ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। চতুর্থদিন সকালে ৮৩ রানে প্যাভিলিয়ানে ফেরেন গৌতম গম্ভীর। গম্ভীর ফিরে গেলেও, সচিন আর লক্ষ্ণণ জুটি বেঁধে ভারতীয় ইনিংসে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু সচিন ফিরতেই, তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতীয় মিডল অর্ডার। ব্যাট হাতে ব্যর্থ হন কোহলি,ধোনি। মেলবোর্নের মত সিডনিতেও নজির গড়তে পারলেন না সচিন তেন্ডুলকরের। দ্বিতীয় ইনিংসে ৮০ রানে আউট হন মাস্টার ব্লাস্টার। মাইকেল ক্লার্কের বলে স্লিপে মাইক হাসির হাতে ধরা পড়েন সচিন। ১৪১ বলে ৮০ রান করেন তিনি। এরপর লক্ষ্মণও ৬৬ রানে ফিরে যেতে ভারতের সঙ্কট গভীর হয়। শেষদিকে জাহির খান, অশ্বিন লড়াই কিছুটা লড়াই চালান। জাহির আউট হন ৩৫ রান করে। অশ্বিন ৬২ রান করেন। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪০০ রানে।

.